Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাইস্টচার্চে টস অনেক গুরুত্বপূর্ণ: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ১২:৫১

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে শেষবার ২০২১ সালের জানুয়ারিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। সেবার পাকিস্তানকে ইনিংসসহ ১৭৬ রানে বিধ্বস্ত করেছিল কিউইরা। ঠিক এক বছর পর আবারও টেস্ট ক্রিকেট ফিরেছে ক্রাইস্টচার্চে। এবার সামনে বাংলাদেশ, প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর উদ্দীপ্ত তরুণ বাংলাদেশ দলটি। তবে ক্রাইস্টচার্চের সবুজ গালিচায় টিকে থাকা দুষ্কর হবে ব্যাটারদের জন্য সে বেশ ভালো করেই জানা আছে টাইগারদের। তাই তো এখানে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এটাও অগোচর হয়নি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

বিজ্ঞাপন

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলেছে। সেটিও ২০১৭, সেবার বাংলাদেশ ৯ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। আর কিউইদের এই স্টেডিয়ামে শেষ ১০টি টেস্টের ৯টিতেই প্রথমে ব্যাট করা দল হেরেছে। অর্থাৎ টস জিতে প্রথমে বোলিং নেওয়াটা এই টেস্টের জন্য বড় ভূমিকা রাখবে। এছাড়া এখানে শেষ ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে নিউজিল্যান্ড। একটি হার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিও ২০১৬ সালে আর ড্র করেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

বিজ্ঞাপন

ওভালে প্রথমে ব্যাটিং করা দলের ইনিংসে গড় রান মাত্র ২৬০-২৭০ (২৮২ রান প্রথমের ইনিংসের গড়) বলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আর প্রথমে ব্যাট করা দলের জয়ের সংখ্যার সঙ্গে এখানকে উইকেটের অবস্থা বিবেচনায় নিয়ে ডমিঙ্গো বলছেন টসে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।

ডমিঙ্গো বলেন, ‘টস অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।’

নিউজিল্যান্ডে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো সে দেশে দ্বিপাক্ষিক সিরিজের কোন ম্যাচ জয়ের সঙ্গে এসেছে বহুল আকাঙ্ক্ষিত টেস্ট জয়। কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে টানা ৩২ ম্যাচ হারের পর এই জয়ের দ্বাদ পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের পর এবার দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে আগামীকাল রোববার (৯ ডিসেম্বর) ভোর ৪টায়।

সিরিজের প্রথম ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটি জানালেন দলের হেড কোচ রাসের ডমিঙ্গো, ‘আগের সংবাদ সম্মেলনেই বলেছি, এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। তারা এখন এটার জন্য উদগ্রীব হয়ে আছে।’

ক্রাইস্টচার্চের উইকেট যে ঘাসে মোড়ানো হবে তা বেশ ভালো করেই জানেন ডমিঙ্গো। তিনি ভালো করেই জানান এই উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। এবং সেই সঙ্গে নিজের দলের পেসারদের ওপর আস্থা রেখেছেন ডমিঙ্গো।

‘আমি এখনও পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটাও আমাদের সুবিধা দিবে। আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’—যোগ করেন রাসেল ডমিঙ্গো।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগামীকাল রোববার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।

সারাবাংলা/এসএস

টপ নিউজ দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর