Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের এই জয় টেস্ট ক্রিকেটের জন্যই ভালো: টেলর


৭ জানুয়ারি ২০২২ ২০:৫৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ২১:০৩

অপ্রত্যাশিত এক হারের স্বাদ এখনো জিভ তিতে করে রেখেছে নিউজিল্যান্ডের। নিজেদের মাঠে সাকিব-তামিম-মাহমুদউল্লাহীন বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে কিউইরা। তবে কষ্টের মধ্যেও বাংলাদেশের এই জয়ের বাহবা দিচ্ছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রস টেলর। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নামা টেলর বলছেন, তাদের বিপক্ষে বাংলাদেশের এই জয়টা টেস্ট ক্রিকেটের জন্যই ভালো।

নিউজিল্যান্ডে এর আগে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সবগুলোই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ  এশিয়ার কোনো দলই গত এক দশকে নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিততে পারেনি। ২০১৭ সালের মার্চ থেকে নিজেদের মাটিতে টেস্টে অপরাজিত কিউইরা। সংখ্যার হিসেব ধরলে ১৭ টেস্ট। এদিকে, নিউজিল্যান্ডের বর্তমান পেস আক্রমণকে বলা হচ্ছে বিশ্বসেরা। তাছাড়া বাংলাদেশ সম্প্রতি খেলছিল বাজে ক্রিকেট এবং সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো ক্রিকেটার ছিলেন না দলে। মাহমুদউল্লাহ টেস্ট ছেড়েই দিয়েছেন। এতোকিছুর পরও টানা চারটি দিন দাপট ধরে রেখে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

টেলরের মতে, এই অর্জন চাট্টিখানি কথা নয়। অতো প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশের পাওয়া এই জয় টেস্ট ক্রিকেটের জন্য ভালো বলেছেন তিনি। টেলর বলেন, ‘আমরা ম্যাচের পুরো সময়ই ভুগেছি। তবে টেস্ট ক্রিকেটের ভালোর জন্যই বাংলাদেশকে উঠে আসতে হবে এবং আমার মনে হয়, এই জয় থেকে তারা অনেক আত্মবিশ্বাস পাবে।’

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের বিপক্ষে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বলেছেন টেলর, ‘ওরা ধৈর্য ধরেছে। স্টাম্পে বল রেখেছে এবং আমাদের নিচে খেলতে বাধ্য করেছে। তা ছাড়া আমাদের বেশির ভাগ খেলোয়াড় তাদের ক্যারিয়ারে বেশির ভাগ মুহূর্তেই রিভার্স সুইংয়ের মুখোমুখি হয়নি।’

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে ৯ জানুয়ারি মাঠে গড়াবে দুদলের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টটি হবে ক্রাইস্টচার্চে। ক্রাইস্টচার্চের উইকেট পেসারদের জন্য রীতিমতো স্বর্গ। এই পিচে বাংলাদেশি ব্যাটারদের যে ভুগতে হবে সেটা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন টেলর, ‘আমার মনে হয়, পুরো সময়ই বল উঠবে এবং দৌড়াবে। ঘাস থাকবে প্রচুর। এমন কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা আমাদের ব্যাটসম্যান-বোলাররা জানে। তাই টসে জিতলে আগে বোলিং, তবে আগে ব্যাট করলে স্রেফ উইকেটে পড়ে থাকতে হবে। অনেক সময় শেষের ব্যাটসম্যানরাও বিপদ থেকে আমাদের উদ্ধার করেছে। ২০০ রানের ওপাশে যেতে পারলেই সম্ভবত লড়াকু স্কোর হয়ে যাবে। কী হয়, এখন সেটাই দেখার বিষয়।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ রস টেলর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর