স্লো ওভার রেটের শাস্তি পেতে হবে ম্যাচ চলাকালেই
৭ জানুয়ারি ২০২২ ১৫:৪১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ১৫:৪৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের শাস্তির নতুন বিধান করেছে আইসিসি। এই ফরম্যাটে স্লো ওভার রেটের শাস্তি পেতে হবে ম্যাচ চলাকালেই। আগে শাস্তি পেতে হতো ম্যাচের পরে।
শুক্রবার (৭ জানুয়ারী) সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
বলা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ফিল্ডিং দল ইনিংসের শেষ ওভারের প্রথম বল করার মতো অবস্থায় থাকবে। যদি এই অবস্থানে না থাকে তাহলে ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে তাৎক্ষণাৎ শাস্তি পেতে হবে মাঠেই।
শাস্তি হিসেবে ম্যাচের বাকি সময়ে ফিল্ডিং দল ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে ফিল্ডিং করবে। তাতে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল।
১৬ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া ছেলেদের ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ থেকে এই নিয়ম চালু হবে। আর মেয়েদের টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু হবে ১৮ জানুয়ারি শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে।
এই নিয়মের পাশাপাশি টি-টোয়েন্টিতে একটি বাড়তি পানি পানের নিয়মের কথাও বলা হয়েছে। প্রতি ইনিংসের মাঝপথে আড়াই মিনিটের পানি পানির বিরতিটি থাকবে। তবে সিরিজ শুরুর আগে দুই দলকে সম্মতি জানাতে হবে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ম চলেছে। তাতে সুফল পাওয়াতে প্রতি সিরিজেই এই নিয়ম করার চিন্তা আইসিসি।