Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের তালিকায় সাকিব, ভোট করবেন যেভাবে—

স্পোর্টস ডেস্ক
৬ জানুয়ারি ২০২২ ২৩:৫৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২২ ১১:০৬

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান

বর্ষসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা কিছুদিন আগেই প্রকাশ করেছে আইসিসি। ২০২১ সালের ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত চারজনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যেই আইসিসি’র অফিসিয়াল ওয়েবসাইটে চলছে ভোট। সমর্থকরা আইসিসি’র ওয়েবসাইটে ঢুকে সহজে নিজের পছন্দের ক্রিকেটারকে ভোট করতে পারবেন।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাকিব ছাড়াও আরও তিন ক্রিকেটার আছেন। তারা হলেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান এবং আয়ারল্যান্ড পল স্টার্লিং।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে আইসিসি এই তালিকা প্রকাশ করে।

এ বছর ১৩টি ক্যাটাগরিতে আইসিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এখন পর্যন্ত বর্ষসেরা টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে আইসিসি।

টেস্টে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। এছাড়া টি-টোয়েন্টিতে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মনোনয়ন পেয়েছেন।

ভোট করার জন্য এই লিংকে ক্লিক করুন— ওডিআই বর্ষসেরা ক্রিকেটার

সারাবাংলা/এসএস

আইসিসি ওয়ানডে বর্ষসেরা টপ নিউজ বর্ষসেরা ক্রিকেটার ভোট সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর