অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা
৫ জানুয়ারি ২০২২ ১৭:৫০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৭:৫৫
আজকের মতো এমন সুন্দর ভোর বাংলাদেশ ক্রিকেটে আগে কখনো এসেছিল? ভাবনার বিষয়। শীতের ভোরে কাঁথামুরি অবস্থাতেই বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা পেয়েছে অবিস্মরণীয় এক জয়ের সংবাদ। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে গত এক দশকে দক্ষিণ এশিয়ার কোনো দল নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিততে পারেননি। ২০১৭ সালের মার্চ থেকে দেশের মাটিতে টেস্টে অপরাজিত কিউইরা। বাংলাদেশের পরিসংখ্যান ছিল আরও বাজে। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে এর আগে ৩২ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে টাইগাররা। এই সিরিজে দলীয় শক্তির বিচারেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। তবুও টেস্টের চার দিন দাপট ধরে রেখে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল মুমিনুল হকের দল। বাংলাদেশ যে টেস্ট জিততে যাচ্ছে সেটা আন্দাজ করা যাচ্ছিল ম্যাচের চতুর্থ দিনেই। এমন গর্বের জয়ে প্রসংশায় ভাসছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রসংশা কুড়াচ্ছে দুর্দান্ত এই বিজয়। ভারতের কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণের টুইট করেছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল ভন জয়ের সুবাস পাচ্ছিলেন ম্যাচ শেষ হওয়ার আগেই। টুইট করেন, ‘নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।’
ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে। তিনি টুইট করেন, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’
নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন টুইট করছেন, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’
ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া লিখেছেন, ‘দারুণ খেললো বাংলাদেশ। নিউজিল্যান্ডে টেস্ট জেতা দলের সংখ্যা কমই।’
মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে নিউজিল্যান্ড, পরে বাংলাদেশের ইনিংস থামে ৪৫৮ রানে। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৬৯ রানে থামলে জয়ের জন্য মাত্র ৪০ রানের টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে। দুই উইকেট হারিয়ে এই রান তুলে অবিস্মরণীয় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
ইবাদত হোসেন টপ নিউজ টুইট বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড স্মরণীয় জয়