Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে এশিয়ার ১১ বছরের আক্ষেপ ঘোচাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২২ ০৮:৫১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১৪:১২

নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার দল হিসেবে শেষবার ২০১১ সালে টেস্টে জয় পেয়েছিল পাকিস্তান। এরপর ভারত, শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশ  খেললেও কখনোই পাওয়া হয়নি জয়। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো বাংলাদেশের হাত ধরেই। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। আর এই ইতিহাসের সঙ্গে সঙ্গে ভাঙে অনেক রেকর্ডও।

উপমহাদেশের দলগুলোর রেকর্ড শোচনীয় সেখানে। গত ১১ বছরেও উপমহাদেশের দেশগুলোর বিপক্ষে টেস্টে অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১০ সালে পাকিস্তানের কাছে হেরেছিল তারা। এদিকে ঘরে বাইরে মিলিয়ে ১৬ বারের চেষ্টায় অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধরা টেস্ট জয় ধরা দিলো। এতে করে নিউজিল্যান্ডের নিজেদের দুর্গে টানা অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ টানলো টাইগাররা।

বিজ্ঞাপন

অবশ্য কেবল বাংলাদেশই নয়, উপমহাদেশের বাকি দলগুলোর মধ্যে ভারত ২০০৯ সালে, শ্রীলংকা ২০০৬ সালে টেস্ট জিতেছিল দেশটিতে। পাকিস্তান নিউউজিল্যান্ডের মাটিতে তাদের সর্বশেষ সিরিজটিতে হারে ২০২০ সালে, ২-০ ব্যবধানে। ভারত তার আগের বছর হারে একই ব্যবধানে। আর শ্রীলঙ্কা ২০১৮ সালে হেরেছিল ১-০ ব্যবধানে।

বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের আগে টানা ১৭ টেস্ট দেশের মাটিতে অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ তারা নিজেদের মাটিতে টেস্ট হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর কোনো দলই জয়ের মুখ দেখেনি কিউইদের মাটিতে। আর সবশেষ ২৩ টেস্টে হার মাত্র একটিতে।

শুধু তাই নয়। ২০১৭ সাল থেকে ঘরের মাঠে টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবার সেই রেকর্ডও ভাঙছে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিতলেও এবার আর সিরিজ জয়ের আর সম্ভাবনা নেই কিউইদের।

বিজ্ঞাপন

সবমিলিয়ে দেশের বাইরে ৬১ টেস্টে ষষ্ঠ জয়ের দেখা পেলো বাংলাদেশ। আর র‍্যাংকিংয়ের সেরা পাঁচ দলের বিপক্ষে বিদেশের মাটিতে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়।

সারাবাংলা/এসএস

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ বাংলাদেশের টেস্ট জয়

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর