ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাসিত সাকিব-তামিম
৫ জানুয়ারি ২০২২ ০৮:৩০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ০৮:৩২
২১ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার। তবে এবারে মিলেছে অপেক্ষার অবসান। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ৮ উইকেটের ঐতিহাসিক এক জয় পেয়েছে। এমন জয়ে মাঠে সতীর্থদের সঙ্গে নানান কারণে থাকতে না পারলেও দূর থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।
শেষবার যখন নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেলতে গিয়েছিল সেবার দলে তামিম ইকবাল থাকলেও ছিলেন না সাকিব। তার আগেরবার অবশ্য দুইজনই ছিলেন। তখন বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন না হলেও দেশের ক্রিকেটের সেরা দুই ক্রিকেটারকে ছাড়ায় এবার নিউজিল্যান্ডের মাটিতে বাজিমাৎ। তবে দলের সঙ্গে না থাকলেও ইতিহাস গড়া জয়ে আপ্লুত এই দুই ক্রিকেটার।
What a way to start the year for bangladesh cricket. Big congratulations to captain, players and coaching staff.
— Shakib Al Hasan (@Sah75official) January 5, 2022
জয় থেকে খানিক দূরে থাকতেই দলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘কী দারুণভাবেই না নতুন বছর শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অনেক অভিনন্দন।’
Outstanding performance by our fast bowler and equally well played by all the batsmen. Enjoy the day. You guys deserves all the credit.
— Shakib Al Hasan (@Sah75official) January 5, 2022
পরিবারের সঙ্গে ছুটি কাটানোর উদ্দেশ্যে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। আর চোটের কারণে দলে নেই তামিম ইকবাল। তবে চোট মাঠ থেকে দূরে রাখলেও দলের জয় উদযাপনের বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
নিজের সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তামিম ইকবাল।
দীর্ঘ এক পোস্টে তামিম লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিলো এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি।’
তামিম দলের সবার অবদান তুলে ধরেছেন পোস্টের পরের অংশে, ‘সবচেয়ে ভালো লাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। এবাদতের অসাধারণ বোলিংয়ে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।’
যার নেতৃত্বে কিউই দুর্গ ভাঙলো বাংলাদেশ, সেই অধিনায়ক মুমিনুল হকের কথা আলাদাভাবে লিখেছেন তামিম, ‘আমি তবু আলাদা করে বলবো একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, ‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তারপরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সবসময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার কামরুল ইসলাম রাব্বি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ দল। দারুণ একটি টেস্ট জয়। পুরো দলকে অভিনন্দন ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য।’
যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও নিজের ফেসবুকে ক্রিকেটারদের শুভেচ্ছায় সিক্ত করেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়। এই জয় বাংলাদেশের জনগণকে উৎসর্গ করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের নিজেদের মাঠে পরাজিত করা কখনোই সহজ কোনও কাজ নয়। কিউইদের মাঠে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ।’
সারাবাংলা/এসএস
উচ্ছ্বাস প্রকাশ টপ নিউজ তামিম ইকবাল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ বাংলাদেশের জয় সাকিব আল হাসান