Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোল্ট-সাউদিদের নতুন করে ভাবতে বাধ্য করেছে বাংলাদেশ


৩ জানুয়ারি ২০২২ ১৮:২২

ওভারের পর ওভার বোলিং করেও উইকেট মিলছে না, ঘেমে-নেয়ে উঠছেন নিউজিল্যান্ডের বোলাররা- নিউজিল্যান্ডের মাটিতে এমন ঘটনা ঘটতে দেখা যায় কমই। গত দুই দিন ধরে বাংলাদেশি ব্যাটাররা অবশ্য এমন তেঁতো অভিজ্ঞতাই দিয়ে যাচ্ছেন কিউই বোলারদের। মাউন্ট মঙ্গানুইয়ে দুদিন মিলিয়ে ১৫৬ ওভার ব্যাটিং করে ৪০১ রান তোলার বিপরীতে মাত্র ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

অথচ টেস্ট শুরুর আগে মনে করা হচ্ছিল ভিন্ন কিছু। তারুণ্যনির্ভর বাংলাদেশের ব্যাটিং লাইনআপ অনেকদিন ধরেই অফফর্মে। অন্য দিকে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে বলা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা, পেসবান্ধব উইকেটে বিশ্বসেরা। ফর্মে থাকা ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল ওয়াগনার, কাইল জেমিসন আছেন নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে। তবু দুদিন ধরে ছড়ি ঘুড়িয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট বলছেন, তাদের নতুন করে ভাবতে বাধ্য করেছেন বাংলাদেশি ব্যাটাররা।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের খেলা শেষে ৭৩ রানে এগিয়ে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের চার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, ‍মুমিনুল হক সৌরভ ও লিটন কুমার দাস। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ট্রেন্ট বোল্ট বলেন, ‘তারা খুবই ভালো খেলছে। ম্যাচটা নিয়ন্ত্রণও করছে তারা। বাংলাদেশি ব্যাটসম্যানরা আমাদের স্পেলের পর স্পেল বোলিং করিয়ে যাচ্ছে। নতুন করে ভাবতে বাধ্য করছে। এটাই আসলে টেস্ট ক্রিকেট।’

আজ টেস্টের তৃতীয় দিনে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ, যার তিনটিই নিয়েছেন বোল্ট। নিজের পাওয়া উইকেটগুলো নিয়ে সন্তুষ্ট বোল্ট, ‘উইকেটগুলো পেয়ে দারুণ হয়েছে। যেভাবে আমরা দাঁতে দাঁত চেপে বোলিং করে যাচ্ছি, ম্যাচের পরিস্থিতি খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে যেতে দিইনি। শেষের দিকে দুটি উইকেট পাওয়াটা খুব ভালো হয়েছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কষ্ট করেই তাদের উইকেট নিতে হচ্ছে। খুব ভালো খেলছে তারা। তবে এই টেস্ট ম্যাচ এখনো যেকোনো দিকেই যেতে পারে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে নিয়মিতই খেলা হয় নিউজিল্যান্ডের। বোল্ট বলছেন, উন্নতি করছে বাংলাদেশ, ‘দেখি কাল কী হয়। বাংলাদেশ অবশ্যই আরও বেশি সময় ধরে ব্যাটিং করতে চাইবে। বড় লিড নিতে চাইবে। শেষ দুই দিনে তারা আমাদের ওপর আরও চাপ সৃষ্টি করতে চাইবে। যেকোনো ফলই আসতে পারে এই টেস্টে। আমরা বাংলাদেশের বিপক্ষে প্রচুর খেলি। সেটি ঘরের মাঠেই হোক, কিংবা বাংলাদেশের মাটিতেই হোক। তারা উন্নতি করছে। একটা কথা বলতে পারি, আমরা মোটেও বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি হালকাভাবে নিইনি। রোমাঞ্চিত লাগছে যে এই টেস্টটি যেকোনো দিকেই যেতে পারে। এই টেস্ট ম্যাচটা দুই দলের জন্যই কঠিন পরীক্ষা—এটা বলতে পারি।’

ট্রেন্ট বোল্ট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর