Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলার নয়, বল দেখে খেলেছি: মাহমুদুল


৩ জানুয়ারি ২০২২ ১৩:৩০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১৫:৫১

ক্যারিয়ারের শুরুতে বড় একটা চ্যালেঞ্জই জিতে দেখালেন তরুণ মাহমুদুল হাসান জয়। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অভিষেকটা ছিল বিবর্ণ। বাংলাদেশ দলে আসার পর তরুণদের ঝিমিয়ে পড়ার চিরাচরিত যে বাস্তবতা সেটাই মনে পড়ছিল তাতে। তাছাড়া ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটা খেলতে নামতে হলো নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে। উপমহাদেশের যেকোনো দলের ব্যাটারকেই যেখানে গিয়ে ভুগতে হয়। মাহমুদুল হাসান জয় চ্যালেঞ্জগুলো উৎরে দেলেন দুর্দান্তভাবে। নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ২১ বছর বয়সী তরুণ।

বিজ্ঞাপন

ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়াগনার, কাইল জেমিসনকে নিয়ে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা, পেসবান্ধব উইকেটে সেরা। এমন বোলিং আক্রমণের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ২২৮ বল খেলে জয় ৭৮ রান করলেন বলেই প্রশংসাটা হচ্ছে বেশি। বাংলাদেশি তরুণ বললেন, ক্রিজে থাকার সময় কে বল করেছেন সেটা দেখেননি তিনি বরং বল কেমন হয়েছে সেই হিসেবে মোকাবিলা করেছেন। সফল হয়েছেন তাতেই।

বিজ্ঞাপন

আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা জয় আজ মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে বেশিদূর এগুতে পারেননি। আর মাত্র ৮ রান যোগ করেই ফিরেছেন ট্রেন্ট বোল্টের বলে। মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাসের বড় দুই হাফ সেঞ্চুরিতে ম্যাচের লাগাম অবশ্য এখনো বাংলাদেশের হাতেই।

সোমবার (৩ জানুয়ারি) ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে মাহমুদুল হাসান জয় বলছিলেন. ‘নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ বিশ্বের সেরা। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন। আমি চেষ্টা করেছি আমার নরমাল খেলাটা খেলতে। বোলার কে সেটা নয় বল কেমন সেটা দেখে খেলার চেষ্টা করেছি আমি।’

রান নয়, উইকেটে পড়ে থাকার পরিকল্পনা নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন জয়। ব্যাটিং পার্টনাররাও দিয়েছেন পরামর্শ। দারুণ ইনিংসটিতে সেটা বড় ভূমিকা রেখেছে বলেছেন জয়, ‘আমার প্ল্যান ছিল যে রানের চিন্তা বেশি করব না। বেশি বল খেলার চেষ্টা করব। যতো বেশি বল খেলতে পারব তাতে রান এমনিতেই চলে আসবে। আর আমার পার্টনার সাদমান (ইসলাম) ভাই, শান্ত (নাজমুল হোসেন) ভাই, সৌরভ (মুমিনুল হক) ভাই সব সময়ই আমাকে বলেছেন যে উইকেটে থাকো দেখবা রান এমনিতেই চলে আসবে।’

উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে নিউজিল্যান্ড। পরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ৪০১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ ইতোমধ্যেই ৭৩ রানের লিড পেয়েছে সফরকারীরা।

টপ নিউজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাহমুদুল হাসান জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর