Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং বীরত্বের দিনে ২ সেঞ্চুরি মিসের বেদনা

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২২ ১১:২২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১৩:২৬

বে ওভালে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৮ রানে অপরাজিত ছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। আর তৃতীয় দিনে দুই উইকেট পড়লে ক্রিজে আসেন লিটন দাস। এই দুই ব্যাটার গড়েছেন দেড়শ রানের জুটি, বাংলাদেশকে এনে দিয়েছেন লিডও। তবে দুইজনই শেষ পর্যন্ত হতাশ করেছেন সকলকে। মুমিনুল-লিটন দুই জনই হাতছাড়া করেছেন সেঞ্চুরির।

তৃতীয় দিনের শুরুতেই আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ফিরলেন মাত্র ৮ রান যোগ করে। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ১১০ বলে ১৯ রানের লড়াকু জুটি গড়লেন মুমিনুল। মুশফিক ১২ রান করে ফিরলে উইকেটে আসেন লিটন দাস। তখনও বাংলাদেশ ১২৫ রানে পিছিয়ে ছিল। এরপর পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার ৩১৭ বলে ১৫৮ রানের দুর্দান্ত এক জুটি গড়লেন। এতেই বাংলাদেশ পেল ৩৩ রানের লিড।

বিজ্ঞাপন

দারুণ ব্যাট করতে থাকা মুমিনুলকে নিয়ে যখনই টাইগার সমর্থকরা শতক হাঁকানোর স্বপ্ন দেখছিল ঠিক তখনই ধ্যানচ্যুত হলেন তিনি। শতক থেকে মাত্র ১২ রান দূরে থাকতে ট্রেন্ট বোল্টের লেংথ ডেলিভারি পড়তেই যেন পারলেন না। রক্ষণ করতে গিয়ে পরাস্ত হলেন, বল গিয়ে লাগলো ভেতরের পায়ে, কিউইদের জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দিলেন আউট। তবে রিভিউ নিয়েছিলেন মুমিনুল কিন্তু তাতেও আম্পায়ারের সিদ্ধান্তে আসেনি কোনো পরিবর্তন।

৩৭০ মিনিটে ক্রিজে থাকা মুমিনুল ২৪৪ বলে ১২টি চারে ৮৮ রান করে ফিরলেন প্যাভিলিয়নে। টেস্ট ক্যারিয়ারে এটি মুমিনুলের ১৫তম অর্ধশতক।

মুমিনুল হক ফিরলে আর বেশি সময় টিকতে পারেননি লিটন দাসও। ২৪৭ মিনিটে ক্রিজে থাকা লিটন ১৭৭ বলে ১০টি চারে ৮৬ রান করে ফিরলেন। তিনিও হয়েছেন বোল্টের শিকার। তবে অধিনায়ক মুমিনুলের মতো এলবিডাব্লিউ নয়, লিটন উইকেটের পেছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন। এটি লিটনের ১১তম অর্ধশতক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টপ নিউজ তৃতীয় দিন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম টেস্ট শতক হাতছাড়া

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর