Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক যোগাযোগমাধ্যম একটা সমস্যা: মাশরাফি


৩ জানুয়ারি ২০২২ ০০:২৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১১:২০

বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম) থাকলে এতোদূর আসতে পারতাম না। ক্যারিয়ারের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমের এতো প্রভাব থাকলে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদও এতোদূর আসতে পারতেন না বলেছেন সাবেক অধিনায়ক।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলো এখন অনেক বেশি  সহজলভ্য। যে কেউ যেকোনো মন্তব্য করতে পারছে সহজেই। বাজে সময়ে ক্রিকেটারদের ছেঁকে ধরেন সমালোচকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেই সেটা প্রকাশ পায় সবচেয়ে বেশি। মাশরাফি বিন মুর্তজার মতে, এটা একটা বড় সমস্যা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব বলা হয়- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অনেকদিন। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন সেই ২০১৭ সালে। মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন টেস্ট থেকে। সাকিব আল হাসান খেলছেন বেঁছে বেঁছে। অর্থাৎ পঞ্চপাণ্ডবের যে শেষের শুরু হয়ে গেছে সেটা বলাই যায়।

কিন্তু তাদের জায়গা পূরণ করার মতো কোনো তরুণদের দেখা যাচ্ছে না দলে। কেন এমনটি হচ্ছে, এই প্রশ্নেই সামাজিক যোগাযাগমাধ্যমের কুফল সামনে আনলেন মাশরাফি।

রোববার (২ জানুয়ারি) আইজিপি কাপ কাবাডির ফাইনাল দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি। তাদের জায়গা নিয়ে নেওয়ার মতো তরুণ তৈরি হচ্ছে না কেন প্রশ্নে মাশরাফি বলেন, ‘যে পাঁচজনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম) ছিল না। আপনি যদি আমাদের শুরুর দিকের ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকত, আমরা এত দূর খেলতে পারতাম না। এটা একটা সমস্যা।’

বিজ্ঞাপন

ক্রিকেটারদের বাজে সময়ে সামাজিক যোগাযোগমধ্যমে যেভাবে সমালোচনা শুরু হয় সেটা মোকাবিলা করা একজন তরুণ ক্রিকেটারের জন্য কঠিন মনে করছেন মাশরাফি। তিনি বলেন, ‘যখন তরুণ খেলোয়াড়েরা আসছে, তাদের ওপর যে প্রভাবটা পড়ছে—(পারফরম্যান্স) ধরে রাখা সহজ নয়। একজন খেলোয়াড় যখন পারফর্ম করতে পারছে না, চারদিক থেকে যদি তখন আক্রমণ করা হয়, তাহলে কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে। এখানে আমাদের সমর্থনটা খুব প্রয়োজন।’

ধৈর্য ধরা এবং তৈরি হয়ে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে আসার বিষয়ে পরামর্শ দিলেন মাশরাফি, ‘তামিমকে দেখেন, আমাকে দেখেন, সাকিব হয়তো আলাদা, মুশফিককে দেখেন—সবাই কিন্তু ক্যারিয়ারের শুরুতে বাদ পড়েছি। হয়তো তামিম পড়েনি, তবে সে কিন্তু আজকের তামিম ছিল না তখন। সাকিব ছাড়া মোটামুটি সবাইকে কষ্ট করে একটা পর্যায়ে আসতে হয়েছে। এখন যেটা হয়, এলেই সবাই পারফরম্যান্স চায়। আন্তর্জাতিক ক্রিকেট এত সহজ না যে আপনি এসেই পারফরম্যান্স পাবেন। এটার সবকিছুই ধৈর্যের ব্যাপার। আর এর আগে আপনাকে দেখতে হবে সে কতটা তৈরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এই দুইয়ের সমন্বয় করাটা খুবই জরুরি।’

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আজ দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় দারুণ এক ফিফটি (৭০) তুলে নিয়ে অপরাজিত আছেন। মাশরাফি বললেন, আগামী কয়েকটা ম্যাচে রান না পেলেও জয়ের ওপর আস্থা রাখা উচিত। কাউকে দলে নিলে তাকে সময় দেওয়া উচিত মত সাবেক অধিনায়কের, ‘নতুন কাউকে নিয়ে দুই বা তিন টেস্ট রান করছে না দেখেই তাকে ছেঁটে ফেলা (উচিত নয়)। যেমন জয় (মাহমুদুল) এখন রান করল, পরের পাঁচ ম্যাচে রান না-ও করতে পারে। কিন্তু যখন আপনি কাউকে নেবেন, নিশ্চিত করতে হবে সে আমার ভবিষ্যৎ। তাকে লম্বা সময় দেখতে হবে। নেওয়ার আগে চিন্তা করাটা বেশি জরুরি।’

তামিম ইকবাল ফেসবুক মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর