Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়-শান্ত জুটি বড় তৃপ্তি


২ জানুয়ারি ২০২২ ১৫:৩২ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ১৭:৪২

মাউন্ট মঙ্গনুইয়ে দুর্দান্ত একটা দিনই কাটালো বাংলাদেশ। মাত্র ৭০ রানে নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে ২ উইকেটে ১৭৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুটা রাঙিয়েছেন বোলাররা, বাকি সময় জৌলুস দেখিয়েছেন দুই তরুণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে শান্ত-জয়ের শতরানের জুটিটা বাড়তি তৃপ্তিরই।

বাংলাদেশ টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ভুগছে দীর্ঘদিন। তামিম ইকবাল ইনজুরির কারণে গত জুলাইয়ের পর থেকে দলের বাইরে। তামিমের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া তরুণরা সব ফরম্যাটেই ওপেনিংয়ে বারবার হচ্ছিলেন ব্যর্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং তার আগে ঘরের মাঠে ব্যর্থ হয়েছেন লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকাররা। তারপর পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ পেয়ে পুরো ব্যর্থ তরুণ সাইফ হাসান। টেস্ট সিরিজে অভিষেক হয় মাহমুদুল হাসান জয়ের। জয় ছিলেন পুরো ব্যর্থ। টপ অর্ডারে রান পাচ্ছিলেন না নাজমুল হাসান শান্তও। নিউজিল্যান্ডে গিয়ে সেই দুজনের হাত ধরেই টপ অর্ডারের দুর্দশা ঘুচল।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডকে ৩২৮ রানে বেঁধে ব্যাটিং শুরু করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার সাদমান ইসলাম অনিক ফিরে যান ২২ রান করে। মনে হচ্ছিল, টপ অর্ডারের ব্যর্থতার আরেক অধ্যায় বুঝি শুরু হলো! সেই শঙ্কা দূর করে দিলেন দুই তরুণ।

টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নীল ওয়াগনার, কাইল জেমিসনের মতো বিশ্বসেরা পেস আক্রমণের বিপক্ষে দ্বিতীয় উইকেট ১০৪ রানের জুটি গড়েন শান্ত-জয়। ওয়াগনারের দারুণ এক বলে শেষ বিকেলে শান্ত (৬৪) ফিরলেও জয় অপরাজিত আছেন ৭০ রান করে। দিন শেষে দুই তরুণের প্রসংশা ঝড়ল মেহেদি হাসান মিরাজের কণ্ঠে।

বিজ্ঞাপন

রোববার (২ জানুয়ারী) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিন উইকেট তুলে নেওয়া মেহেদি হাসান মিরাজ। তরুণ অলরাউন্ডার বলছিলেন, ‘জুটি খুব ভাল হয়েছে। জয়-শান্ত যে জুটি করেছে আলহামুদুল্লিহা। আমাদের দলের জন্য খুব ভাল হয়েছে। দেখেন বেশ কিছুদিন ধরে আমাদের উপর থেকে (টপ অর্ডার) কোন জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দিবে। এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’

মিরাজ বলেছেন মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং দেখে মনেই হয়নি যে তিনি সবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন, ‘জয় অনেক ভাল ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভাল মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভাল খেলোয়াড়। আন্ডার নাইনটিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। ওখানে ভাল খেলেছে, ঘরোয়াতে ভাল খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে। দলের জন্য ভাল হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভাল হয়েছে।’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হওয়া জয়ের এটা দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন মাত্র ৬ রান করে।

টপ নিউজ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাহমুদুল হাসান জয় মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর