Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের


১ জানুয়ারি ২০২২ ১৭:০৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ১৮:৪৪

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন বলা যায় সমানে সমান। প্রথম দিনে ২৮৫ রান তুলেছে নিউজিল্যান্ড। অন্য দিকে টস জিতে প্রথমে বোলিং করতে নামা বাংলাদেশ তুলে নিয়েছে পাঁচটা উইকেট। শুরুতে সাফল্য মিললেও ডেভন কনওয়ের দারুণ এক সেঞ্চুরিতে মাঝের সময়টা ভালো কাটেনি বাংলাদেশের। তবে শেষ দিকে দুই উইকেট তুলে নিয়ে ঠিকই ম্যাচে ফিরেছে মুমিনুল হকের দল। দিন শেষে তরুণ পেসার শরিফুল ইসলাম জানালেন, এখন যতো দ্রুত সম্ভব নিউজিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের।

বিজ্ঞাপন

প্রথমে বোলিং করতে নেমে নিউজিল্যান্ডের দলীয় ১ রানের মাথায় টম লাথামকে ফেরান শরিফুল। পরে উইল ইয়ং এবং ডেভন কনওয়ে দারুণ একটা জুটি গড়ে চোখ রাঙাচ্ছিল। দিনের খেলা শেষ হওয়ার আগে এই দুজনের সঙ্গে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলর ও টম ব্ল্যান্ডেলকেও তুলে নিয়েছে বাংলাদেশ।

তবে  মুমিনুল হকের আলগা বলে ফেরার আগে ১২২ রান করা কনওয়েই ছিলেন প্রথম দিনের বড় চ্যালেঞ্জ। দিন শেষে শরিফুল বলছিলেন, ‘কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছে। আমরা চেষ্টা করব, রান রেটটা ধরে রেখে ওদের দ্রুত অলআউট করার চেষ্টা করব।’

কনওয়ে ফেরার পরই হয়তো কিছুটা ছন্দপতন হলো নিউজিল্যান্ডের! তারপর শেষ বিকেলে আরও দুই উইকেট পেয়েছে বাংলাদেশ। যার একটি তুলে নিয়েছেন শরিফুল। প্রথম দিনের পুরোটা জুড়েই ভালো বোলিং করেছেন শরিফুল। ২০ ওভার বোলিং করে ৫৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার। দিন শেষে বলছিলেন বেশ উপভোগই করেছেন তিনি, ‘প্রথম ঘন্টায় ভালো লেগেছে বল করে। ভালো মুভমেন্ট ছিল, সুইং ছিল। বেশ উপভোগ করেছি।’

খানিক আক্ষেপও ঝড়ল তরুণ পেসারের কণ্ঠে। দিনের শুরুতে তাসকিন-শরিফুলের বিপক্ষে কনওয়ে বেশ অস্বস্তিতেই ছিলেন। অল্পের জন্য উইকেটের সুযোগ তৈরি না হওয়ার ঘটনা ঘটেছে বহুবার। শরিফুলের কণ্ঠে সেসব নিয়ে আক্ষেপ, ‘খুশি। তবু মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও এক-দুইটি উইকেট যেত, তাহলে আরও খুশি লাগত।’

৪০ দিনের সফরে নিউজিল্যান্ডে এবার দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ জানুয়ারী।

টপ নিউজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শরিফুল ইসলাম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর