Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ম দিনে কিউইদের ২৫৮ রান, বাংলাদেশের ঝুলিতে ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক
১ জানুয়ারি ২০২২ ১১:৪৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ০৪:৩৮

বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের শতক ও উইল ইয়ংয়ের অর্ধশতকে প্রথম দিনে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৮ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম আর একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন এবং মুমিনুল হক।

টস জিতে বল করতে নেমে তাসকিনের দারুণ শুরুর পর উইকেটের অপর প্রান্ত থেকে বাঁহাতি পেসার শরিফুলও দুর্দান্ত বোলিং করতে থাকেন। দুই পেসার মিলে চেপে ধরেন কিউইদের। সাফাল্য আসে চতুর্থ ওভারেই। শরিফুলের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে টম লাথামকে তুলে নেন। শরিফুলের বলে ইনসাইড এজে বল যাচ্ছিল প্রথম স্লিপের দিকে। তবে প্রথম স্লিপে দাঁড়ানো ফিল্ডার নাগাল পেতেন না বলের সেটা বুঝতে পেরেই ঝাঁপিয়ে পড়েন লিটন দাস। আর দারুণ এক ক্যাচ লুফে ফেরান কিউই অধিনায়ককে।

বিজ্ঞাপন

স্কোরবোর্ডে কিউইদের তখন মাত্র ১ রান। ৩.৩ ওভারে ১ রানে পতন হয় প্রথম উইকেটের। টম লাথাম ১৪ বলে ১ রান করে ফেরেন প্যাভিলিয়নে।

সারাবাংলা/এসএস

টপ নিউজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম ইনিংস প্রথম টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর