টস জিতে বাংলাদেশের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত
১ জানুয়ারি ২০২২ ০৩:৪৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২২ ০৪:২৫
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিউইদের বিপক্ষে তিন পেসার নিয়ে দল সাজিয়েছে টাইগাররা।
শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় বে ওভালে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি। এই ম্যাচ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টোম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবিন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।
সারাবাংলা/এসএস
টস নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম টেস্ট বাংলাদেশ ফিল্ডিংয়ে