হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
৩১ ডিসেম্বর ২০২১ ১৬:৩৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ২৩:২৭
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার হাসপাতাল ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে এই খবর নিশ্চিত করেছে এনডিটিভি।
জানা যায়, সৌরভের সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। সেই কারণেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে ছাড়া পেলেও বাসায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতের সাবেক অধিনায়ককে। এদিকে, সংবাদ সংস্থা পিটিআই জানায়, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হননি সৌরভ।
গত ২৬ ডিসেম্বর সর্দি ও জ্বর অনুভব করেন সৌরভ। পরে তার নিয়মিত চিকিৎসক সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করানো হয়। প্রথমে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এরপর পিসিআর টেস্ট করানো হয়। দুই রিপোর্টেই জানা যায় কোভিড পজিটিভ বিসিসিআই সভাপতি। তারপর হাসপাতালে ভর্তি করানো হয় বিসিসিআই প্রধানকে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া আছে সৌরভের। ভ্যাকসিন নেওয়ার ফলে নিশ্চিন্তে প্রচুর ভ্রমণ করছিলেন তিনি।