২৯ বছর বয়সেই টেস্ট ছাড়লেন ডি কক
৩১ ডিসেম্বর ২০২১ ০১:৩১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ০১:৩২
হঠাৎ-ই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিবারকে আরও সময় দিতে টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পালাবদলের মধ্য দিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে গত কয়েক বছর ধরে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ডি কক। গত বছর খণ্ডকালীন টেস্ট অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন। কিন্তু ৫৪ টেস্ট খেলা ডি কিক সাদা পোশাকের ক্যারিয়ারটা থামিয়ে দিলেন অল্পতেই। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে রইল।
প্রথম সন্তানের বাবা হতে চলেছেন ডি কক। ফলে আগেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে ছুটি নিয়ে রেখেছিলেন। কিন্তু ছুটিতে যাওয়ার আগে টেস্ট ক্রিকেটই ছেড়ে দিলেন ডি কক।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিবৃতিতে ডি কক বলেন, ‘এ সিদ্ধান্ত সহজে নিতে পারিনি। যেহেতু আমি ও সাশা আমাদের প্রথম সন্তানকে এ পৃথিবীতে স্বাগত জানানোর অপেক্ষা করছি, আমাদের পরিবার আরও প্রসারিত হবে—ফলে আমার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, আমার জীবনে এখন কোনটা প্রাধান্য পাবে সেসব নিয়ে অনেক সময় নিয়ে ভেবেছি আমি। আমার পরিবারই আমার কাছে সব। ফলে আমাদের জীবনের এ রোমাঞ্চকর অধ্যায়ে তাদের সঙ্গে আরও সময় কাটাতে চাই।’
ডি ককের কাছে সবচেয়ে বড় পরিবার। বলেছেন, ‘আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি, দেশকে প্রতিনিধিত্ব করা এবং এর সঙ্গে সম্পর্কিত সবকিছুকেই ভালোবাসি। উত্থান-পতন, উদ্যাপন এমনকি হতাশা—সবই উপভোগ করেছি। তবে এখন এমন কিছু খুঁজে পেয়েছি, যা এর চেয়েও ভালোবাসি। জীবনে আপনি সময় ছাড়া সবই কিনতে পারবেন, আর এ মুহূর্তে আমার জীবনে অর্থবহ মানুষের জন্য সঠিক কাজ করারই সময়। জীবনে আপনি সময় ছাড়া সবই কিনতে পারবেন, আর এ মুহূর্তে আমার জীবনে অর্থবহ মানুষের জন্য সঠিক কাজ করারই সময়।’
টেস্ট ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে যে নিয়মিত দেখা যাবে সেটাও জানিয়ে দিয়েছেন ডি কক। বলেছেন, ‘এ সুযোগে একেবারে শুরু থেকে আমার টেস্ট ভ্রমণের অংশ থাকা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার কোচ, সতীর্থ, ম্যানেজমেন্ট দল এবং আমার পরিবার ও বন্ধু—তোমাদের সমর্থন ছাড়া আমি নিজেকে মেলে ধরতে পারতাম না। তবে প্রোটিয়া হিসেবে এটি আমার ক্যারিয়ারের শেষ নয়। সাদা বলের ক্রিকেট এবং নিকট ভবিষ্যতে আমার দেশকে সামর্থ্যের সেরাটুকু দিয়ে প্রতিনিধিত্ব করার প্রতি আমি পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আমার সব সতীর্থকে শুভকামনা। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দেখা হবে।’
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট এলিজাবেথে অভিষেক ডি ককের। সেই থেকে ৫৪ ম্যাচ খেলে ৩৮.৮২ গড়ে রান করেছেন ৩ হাজার ৩০০। ছয়টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন ২২টি। পাশাপাশি উইকেটের পেছনে ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং করেছেন তিনি।