Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে যেতে ২৪৪ রান দরকার বাংলাদেশের


৩০ ডিসেম্বর ২০২১ ১৬:০১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৬:০৬

যুব এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখী হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমির লড়াইয়ে আগে ব্যাটিং করতে নেমে ২৪৩ রান তুলেছ ভারত অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান। আগে বোলিং করতে নেমে শুরু থেকেই ভারতীয়দের চাপে রাখে বাংলাদেশ। দলীয় ফিফটির আাগেই ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

চারে নামা নিশান্ত সিন্ধু মাত্র ৩ রান করে ফিরেন। ৬২ রানে তৃতীয় উইকেট হারানো ভারত পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তবে তিনে নামা শেইখ রাশেদ একপ্রান্ত ধরে রেখেছিলেন। রাশেদের সঙ্গে দশ নম্বরে নামা ভিকি শেষ দিকে দারুণ একটা জুটি গড়ে ভারতকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রানে থেমেছে ভারত। রাশেদ ১০৮ বল খেলে ৩টি চার ১টি ছয়ে ৯০ রাানে অপরাজিত ছিলেন। ভিকি ১৮ বলে করেন ২৮ রান।

‍বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অধিনায়ক রাকিবুল হাসান ১০ ওভারে ৪১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরাব ও আরিফুল ইসলাম।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর