Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি ম্যাচে তাসকিন-রাহির দুর্দান্ত বোলিং

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২১ ১৫:২২

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম দিনের প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি টাইগারদের। তাওরাঙ্গার মাউন্ট মঙ্গানুইয়ে দুই দিনের ম্যাচটি শুরুর আগেই বৃষ্টির বাধার মুখে পড়ে। তবে শেষ পর্যন্ত যতটুকু খেলা হয়েছে তাতেই দুর্দান্ত প্রস্তুতি সেরেছেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহি।

গোটা দিনে খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। দারুণ বোলিং করেছেন দুই পেসার আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ। তাদের বোলিংয়েই নিউজিল্যান্ড একাদশ ৫ উইকেটে ৭১ রান তুলেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মাঠ অনুপযুক্ত থাকায় টস অনুষ্ঠিত হতে দেরি হয়। শেষ পর্যন্ত টস অনুষ্ঠিত হলে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নতুন বলে দুই বোলার আবু জায়েদ ও তাসকিন মিলেই নিয়েছেন সব উইকেট। আবু জায়েদের শিকার ২৭ রানে ৩টি, তাসকিনের ২৬ রানে ২টি। উইকেটের পেছন লিটন দাস ক্যাচ নেন ৪টি।

বল হাতে নিয়ে শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন রাহী ও তাসকিন। ফলে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড একাদশ। দলীয় ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। ইনিংসের ষষ্ঠ ওভারে তিন বলের ব্যবধানে লুক জর্জসন ও অধিনায়ক ডেভন কনওয়েকে ফেরান রাহী। পরের ওভারে জ্যাকব কামিংকে আউট করেন তাসকিন।

এরপর কিউইরা স্কোরবোর্ডে ৫ রান যোগ হতে ফের বৃষ্টি নামে। তখন দেওয়া হয় মধ্যাহ্ন বিরতি। বিরতির পর জ্যাক বয়েলেকে ফিরিয়ে ৩০ রানের জুটি ভাঙেন তাসকিন। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ফের বৃষ্টি নামে। তখন স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। কিছুক্ষণ পর শুরু হলেও মাত্র একটি বল গড়ানোর পর আবার নামে বৃষ্টি।

বিজ্ঞাপন

কিছুক্ষণ বৃষ্টির পর আবারও খেলা শুরু হয়। এ দফায় খেলা হয় মাত্র ৩ ওভার। এ সময়ে মিচ রেনউইককে উইকেটরক্ষকের তালুবন্দি করে ফেরান রাহী। সবমিলিয়ে ২৭.৩ ওভারে নিউজিল্যান্ড একাদশের রান যখন ৫ উইকেটে ৭১, তখনই আরেক দফা নামে বৃষ্টি। এরপর আর দিনের খেলা অনুষ্ঠিত হতে পারেনি। নিউজিল্যান্ড একাদশের হয়ে বয়েল ২০ ও রেনউইক ১৮ রান করেন। জ্যাকব বুলা ২১ ও মারা অ্যাভে ৪ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

আবু জায়েদ রাহি তাসকিন আহমেদ নিউজিল্যান্ড এ দল বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর