Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াদের সঙ্গে তামিম-মাশরাফিও ঢাকাতে

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১ ১৩:৪৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৩:৫১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ড্রাফটের আগে দল পাননি তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্ত্তজা। তবে আজ ড্রাফটের দিনে প্রথম ক্রিকেটার হিসেবে বাঁহাতি ওপেনারকে দলে নিয়ে বিসিবির মালিকানাধীন ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এরপর তৃতীয় দেশি ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্ত্তজাকে দলে ভেড়ায় ঢাকা।

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট—লাইভ আপডেট

আগের দিন পর্যন্ত ঢাকার ফ্রাঞ্চাইজির সত্ত্ব ছিল রুপা ফ্রেব্রিকস ও মার্ন স্টিলের কাছে। ড্রাফটের বাইরে দেশি ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকারকেও দলে নিয়েছিল তারা। দলের নাম দিয়েছিল ঢাকা স্টার্স। কিন্তু ব্যাংক গ্যারান্টির টাকা পরিশোধ করতে না পারায় তারা এখন এবারের বিপিএলেই নেই। আপাতত ঢাকার ফ্রেঞ্চাইজির ভার নিয়েছে বিসিবি নিজেরা।

বিজ্ঞাপন

ফ্রাঞ্চাইজি বাতিল হওয়ায় বদলে গেছে সৌম্যের ভাগ্যও। সৌম্য এখন থাকছেন ড্রাফটের তালিকায়। ‘বি’ ক্যাটাগরি থেকে তাকে দলে নেওয়ার সুযোগ পাবে যেকোনো দল। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহকে ড্রাফটের আগে দলে নিয়েছে বিসিবির মালিকানাধীন ঢাকা। এরপর তৃতীয় ডাকে মাশরাফি বিন মুর্ত্তজাকে দলে ডাক দেয় ঢাকা।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারী মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। রাজধানীর একটি হোটেলে অষ্টম বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার (২৭ ডিসেম্বর)। ড্রাফট শুরু হয়েছে দুপুর ১২টায়।

এখন পর্যন্ত ছয় দলের স্কোয়াড-

খুলনা টাইগার্স- মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট।

ঢাকা- মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকি।

ফরচুন বরিশাল- সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, ওশানে থমাস।

সিলেট সানরাইজার্স- তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেকজেন্ডার, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল হোসেন অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা।

সারাবাংলা/এসএস

টপ নিউজ ঢাকা তামিম ইকবাল বিপিএল মাশরাফি বিন মুর্ত্তজা মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর