Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১ ১৩:০০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৩:৫১

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। এবার বিদেশি ক্রিকেটার হিসেবে ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে বরিশাল। ডিরেক্ট সাইনিংয়ে নিজেদের তৃতীয় বিদেশি হিসেবে ইউনিভার্স বসকে দলে টেনেছে বরিশাল।

এর আগে বিপিএলের সবশেষ (২০১৯/২০) আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন গেইল। ডিরেক্ট সাইনিংয়ে দেশি কোটায় সাকিব আল হাসান এবং বিদেশি কোটায় আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলংকার দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল বরিশাল। তৃতীয় বিদেশি হিসেবে তাদের কথা চলছিল আন্দ্রে রাসেলের সঙ্গে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট—লাইভ আপডেট

তবে শেষপর্যন্ত রাসেলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজির। তাই রাসেলেরই স্বদেশি গেইলকে দলে নিয়েছে তারা। বরিশালের দলীয় সূত্রে জানা গেছে, বিপিএলের পুরো আসরেই খেলবেন গেইল।

বিপিএলে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলেছেন গেইল। যেখানে পাঁচটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৪১.১৬ গড়, ১৫৬ স্ট্রাইকরেটে ১৪৮২ রান করেছেন তিনি।

নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ছাড়াও তিনজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে দলগুলো।

ড্রাফটের আগে দল চূড়ান্ত যাদের:

খুলনা: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে।

বরিশাল: সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা।

চট্টগ্রাম: নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল।

কুমিল্লা: মুস্তাফিজুর রহমান।

ঢাকা: মাহমুদউল্লাহ, কায়েস আহমেদ, নজিবুল্লাহ ও ইশুরু উদানাকে।

সিলেট: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিস গেইল টপ নিউজ ফরচুন বরিশাল বিপিএল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর