Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স


২৪ ডিসেম্বর ২০২১ ২০:৫২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ২৩:১৯

ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরছেন জেমি সিডন্স। ফেব্রুয়ারির মধ্যে সিডন্সকে কোচিং প্যানেলে পাওয়ার প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিং করেছেন পরিচালকরা। মিটিং শেষে সিডন্সকে ফিরিয়ে আনার বিষয়টি সাংবাদিকদের জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিডন্সের সঙ্গে বিসিবির চুক্তি দুই বছরের।

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি বলেন, ‘জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। সে কোথায় কাজ করবে, কী করবে, তা এখনও ঠিক হয়নি। তবে আমরা আশা করছি, সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই সে কাজ শুরু করবে।’

শিগগিরই সিডন্সের কাজের ক্ষেত্র নির্ধারণ করা হবে বলেছেন বিসিবি বস, ‘সে কোথায় কাজ করবে, এটা আমরা ঠিক করব। আমরা যদি বলি এইচপি, তাহলে সেখানেই। যদি জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-১৯ বা বাংলা টাইগার্স, যদি ১৫-১৬ জন ছেলেকে আলাদা করে তার হাতে দেই সেখানই করবে ও…এখনও চূড়ান্ত করিনি। তবে শিগগিরই জানতে পারবেন।’

জেমি সিডন্সকে বাংলাদেশের কোচিং প্যানেলে ফেরানোর দাবি অনেক দিনের। সিনিয়র ক্রিকেটাররা বারবারই সিডন্সকে ফেরানোর কথা জানাচ্ছিলন। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ২০০৭ সালের অক্টোবর থেকে ২০১১ সালের বিশ্বাকপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বলা হয়ে থাকে তামিম ইকবাল, সাকিব আল হাসানরা জেমির হাতেই গড়া।

ডেভ হোয়াইটমোর দায়িত্ব ছাড়ার পর ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছলেন সিডন্স। হোয়াইটমোরের অধিনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের নিচে মাটি পাওয়া শুরু করলে সিডন্সের অধিনে সেটা আরও শক্ত হয়। কিন্তু দেশের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যর্থ হলে তার সঙ্গে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে অনেকবারই সিডন্সের শূন্যতার কথা বলেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজারা। ব্যাটিং কোচ হিসেবে সিডন্সের প্রসংশা সব সময়ই করেছেন সিনিয়র ক্রিকেটাররা। আবারও সিডন্সকে পাওয়া যাচ্ছে কোচিং প্যানেল।

জেমি সিডন্স টপ নিউজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর