Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের পিচ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের ব্যাটিং কোচ


২৩ ডিসেম্বর ২০২১ ২০:৩৬

নিউজিল্যান্ডের কন্ডিশন যেকোনো দলের জন্যই কঠিন। এশিয়ার দলগুলোকে বেশিই ভুগতে হয় দেশটিতে গিয়ে। কারণ এশিয়ার পিচ অনেকটা স্পিনবান্ধব মন্থর হলেও নিউজিল্যান্ডের পিচগুলো বড্ডই গতিময়। বাংলাদেশ তিন ফরম্যাট মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে জিতেনি একটিও। বারবার কন্ডিশনই হয়েছে বড় বাঁধা। তবে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশয়েল প্রিন্স অবশ্য খুব বেশি চিন্তার কারণ দেখছেন না। প্রিন্সের মতে, নিউজিল্যান্ডের পিচে ব্যাটিং উপভোগই করবে তার শিষ্যরা।

বিজ্ঞাপন

৭ দিনের কোয়ারেন্টাইন করার কথা থাকলেও বাংলাদেশি ক্রিকেটারদের নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন করতে হয়েছে টানা ১১ দিন। করোনা ইস্যুতে ঘরবন্দি থাকার সময় বেড়েছিল ক্রিকেটার এবং স্টাফদের। বন্দি দশা থেকে মুক্ত হয়ে তিন দিন যাবত অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে প্রতিদিনই ক্রিকেটারদের অনুশীলন ভিডিও প্রেরণ করা হয়। সেসব দেখেও নিউজিল্যান্ডের বাউন্সি এবং গতিময় পিচের বিষয়ে ধারণা পাওয়া যাচ্ছে। প্রিন্সের মতে, এমন বাউন্স উপভোগই করবেন বাংলাদেশি ব্যাটাররা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রিন্স বলেন, ‘আমাকে বলতেই হবে, আমাদের ব্যাটারদেরকে খুব ভালো মনে হচ্ছে। আমার মনে হয়, আমাদের ব্যাটাররা নিউজিল্যান্ডে ব্যাটিং উপভোগ করবে। এই ইউনিভার্সিটি মাঠে অনুশীলন পিচগুলো খুব ভালো। বাউন্স খুবই সমান। আমাদের ছেলেরা এই স্বস্তি পাচ্ছে যে, নিউজিল্যান্ডের বাউন্সে ভরসা রাখা যায়। হ্যাঁ, কিছুটা সিম মুভমেন্ট থাকবে। তবে সেটা প্রত্যাশিতই।’

ব্যাটিং কোচ বলেন, ‘এখনও পর্যন্ত নিউজিল্যান্ডে আমাদের দিন দুয়েকের অনুশীলন হয়েছে। বোলাররা ধীরেসুস্থে এগিয়ে চলেছে (অনুশীলনে)। ব্যাটাররা জোরেসোরেই চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত কয়েকটি ভালো সেশন হয়েছে আমাদের। নিউজিল্যান্ডের কয়েকজন নেট বোলারকে আমরা পেয়েছি। আমরা অনেকেই স্টিক (আর্ম থ্রোয়ার) নিয়ে ব্যাটারদের সঙ্গে কাজ করছি।’

এবারের লম্বা সফরে নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভূক্ত এই দুই টেস্টের প্রথমটি শুরু হবে  ১ জানুয়ারী। অর্থাৎ প্রথম টেস্ট শুরুর আগে আরও কয়েকদিন সময় পাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এতে তৈরি হতে পারবেন ক্রিকেটাররা বলছেন প্রিন্স, ‘এখনও পর্যন্ত সবকিছু ভালো। ছেলেদের ট্রেনিংয়ে ভালো মনে হচ্ছে। কেবলই শুরু হলো, প্রথম টেস্টের আগে আরও ৭-৮ দিন আছে। আস্তে আস্তে আমরা উন্নতি করতে চাইব এবং প্রথম টেস্ট যখন শুরু হবে, সময়মতো আমরা আশা করি চূড়ায় থাকব।’

অ্যাশওয়েল প্রিন্স টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর