Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে ভালো কিছুর প্রত্যাশা অনূর্ধ্ব-১৯ অধিনায়কের


২০ ডিসেম্বর ২০২১ ২০:০৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২০:১৫

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ক্রিকেটের বাইরে ছিল অনেকদিন। করোনা বিরতির পর যুবারা সিরিজ খেলার সুযোগ পেয়েছে মাত্র তিনটি। তিন সিরিজের অভিজ্ঞতা নিয়ে নেমে পড়তে হচ্ছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুটি টুর্নাসেন্ট খেলতে। যুব এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে দারুণ কিছুর প্রত্যাশাই শোনালেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান।

বিজ্ঞাপন

সোমবার (২০ ডিসেম্বর) এশিয়া কাপ ও বিশ্বকাপগামী যুব ক্রিকেটারদের ফটোসেশন ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুই টুর্নামেন্টে দারুণ প্রত্যাশার কথা শোনান রাকিবুল।

গতবার যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন স্পিনার রাকিুবল হাসান। এবার সেই রাকিবুল যাচ্ছেন অধিনায়ক হয়ে। গতবারের বিশ্বকাপজয়ী আরও তিন ক্রিকেটার আছেন এবারের বিশ্বকাপের দলে। রকিবুল বলছিলেন, ‘গতবার যখন আমরা গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম এবার পুরোনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই দলের ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করবো।’

গত বিশ্বকাপের আগে দেশ-বিদেশে অনেক ম্যাচ খেলেছিল বাংলাদেশ যুব দল। করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তবে তাতে খুব বেশি চিন্তিত নন রকিবুল। তাদের মতো ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেননি যে বাকি দলগুলোও, ‘গতবার তো এরকম কোভিড পরিস্থিতি ছিলো না। কোভিডের কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি তেমনি বাকি দলগুলো ওরকম। মরা গত ২-৩ মাসে কয়েকটা সিরিজ খেলেছি এবং আমি মনে করি এটাও খারাপ না। আমাদের ভালো প্রস্তুতিই হয়েছে এবং এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করলাম সেটাও ভালো হয়েছে।’

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপকে খুব কঠিন বলার সুযোগ নেই। ইংল্যান্ড থাকলেও গ্রুপের বাকি দুই দল শক্তির বিচারে বেশ পিছিয়ে। বাংলাদেশের গ্রুপে পড়েছে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। তবে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখার উপায় নেই বলছেন রাকিবুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেখেন আমরা শুধু আমাদের খেলায় ফোকাস করতেছি। আমরা কীভাবে পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়ে খেলবো আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কীভাবে প্রয়োগ করবো আর সেরা প্রস্তুতি নিয়ে যাওয়া যায় সে চেষ্টাই করবো।’

উল্লেখ্য, এবারের যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তারপর যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। এশিয়া কাপ শেষে সরাসরি বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ান দ্বীপে উড়াল দিবেন বাংলাদেশি যুবারা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর