Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাট হাতে সাবলীল তামিম


২০ ডিসেম্বর ২০২১ ১৭:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৮:০৮

বোলিং প্রান্তে ছিলেন স্পিনার রবিউল ইসলাম রবি, সঙ্গে একজন থ্রোয়ার। অনবরত বল ছুড়ে যাচ্ছিলেন তামিম ইকবালের দিকে। তামিম কখনও অফ সাইডে, কখনো লেগ সাইডে ঠেলে দিচ্ছেন। কখনও পুল-হুক, কখনও ডাউন দ্য উইকেটে এসে চালিয়ে দিচ্ছেন সপাটে। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে আজ এমন দৃশ্য দেখা গেল প্রায় ঘণ্টা খানেক।

ইনজুরি কাটিয়ে ব্যাটিংয়ে ফিরেছেন তামিম ইকবাল। ইনডোর স্টেডিয়ামের নেটে অনুশীলনরত তামিমকে আজ দেখা গেল বেশ সাবলীল।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে অনেকদিন ধরেই ক্রিকেটে অনিয়মিত তিনি। গত জুলাইয়ে জিম্বাবুয়ে গিয়ে তিনটি ওয়ানডে খেলেছিলেন। সেটিই তার শেষ আন্তর্জাতিক সিরিজ। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান সিরিজ মিস করেছেন ইনজুরির কারণে। নেই চলতি নিউজিলান্ড সফরের দলেও। মাঝখানে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেননি তামিম।

হাঁটুর চোট কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে অবশ্য খেলতে গিয়েছিলেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ। নতুন ইনজুরিতে পড়েন সেখানেই। এভারেস্ট পিমিয়ার লিগে ৬ অক্টোবর ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে আঘাত পাওয়া তামিম দেশে ফিরে এক্সরে করে দেখতে পান চিড় ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চার সপ্তাহ মতো বিশ্রাম নেওয়ার পর ব্যাটিংয়ে ফিরলে ব্যথা অনুভব করেন তামিম। পুনরায় এক্সরে করালে দেখা যায় একই আঙ্গুলে চিড় রয়েছে একটি। তারপর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তামিম। শঙ্কা করা হচ্ছিল হয়তো অস্ত্রোপচার লাগবে দেশসেরা ওপেনারের। কিন্তু অস্ত্রোপচার লাগেনি। তবে এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। বিশ্রাম শেষে অনুশীলনে ফিরলেন তামিম।

বিজ্ঞাপন

অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা তামিম অনুশীলনে ফিরে আজ স্পিনের বিপক্ষেই খেলেছেন। পেস বোলারদের বিপক্ষে ব্যাটিং করেননি। ধীরে ধীরে সুস্থ্য হতে থাকা ওয়ানডে অধিনায়ক পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং শুরু করবেন কদিন পর থেকে।

এখন দেখার বিষয় তামিম চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মাঠে ফিরতে পারেন নাকি একেবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরবেন।

অনুশীলনে তামিম টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর