Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাডিলেডে জয় দেখছে অস্ট্রেলিয়া


১৯ ডিসেম্বর ২০২১ ১৯:৪৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৯:৫১

প্রথম ইনিংসেই অনেকটা এগিয়ে থাকা অস্ট্রেলিয়া লিডটা নিয়ে গেল পাঁচশর কাছাকাছি। পরে খেই হারিয়ে ফেলা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ। দুই মিলিয়ে অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া।

দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া লিড নিয়েছে ৪৬৮ রান। জবাব দিতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৮২ রান তুলেছে ইংল্যান্ড। অর্থাৎ ম্যাচ জিততে শেষ দিনে ছয় উইকেট দরকার অজিদের। বলা যায়, ভণ্ডুর ব্যাটিং লাইনআপ নিয়ে এই ম্যাচ বাঁচানো ইংল্যান্ডের জন্য সাঁতরে সাগর পারি দেওয়ার মতোই কঠিন।

বিজ্ঞাপন

রোববার (১৯ নভেম্বর) অ্যাডিলেড ওভালে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ফলোঅন করার সুযোগ নেয়নি অস্ট্রেলিয়া। বোলারদের বিশ্রাম দিতে ইংলিশদের ফলোঅনে না ফেলে আবারও ব্যাটিংয়ে নামেন অজিরা। গতকাল ১ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল স্টিভেন স্মিথের দল। আজ সেখান থেকে শুরু করে দিনের শুরুটা বড্ডই বাজে হয়েছে অজিদের।

সাত রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে প্রথম ইনিংসের মতো অবিচল ছিলেন মার্নাস লাবুশেন। দ্রুত গতির এক ফিফটি তুলে নিয়েছেন ট্রাভিস হেড। যাতে ৯ উইকেটে ২৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। লাবুশেন ৯৬ বল খেলে ৫১ রান করেন। হেড মাত্র ৫৪ বল খেলে করেন ৫১ রান।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রবিনসন, জো রুট ও ডেভিড মালান।

৪৬৮ রানের লিডের পাহাড়ে চাপা পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড শুরুতেই পরে বিপদে। ওপেনার হাসিব হামিদ ফিরেছেন কোনো রান না করেই। এরপর ররি বার্নস ও ডেভিড মালান একটা জুটি গড়ার চেষ্টা করেছেন। কিন্তু বড় হয়নি দুজনের প্রতিরোধ। দলীয় ৪৮ রানের মাথায় ২০ রান করে ফেরেন মালান।

বিজ্ঞাপন

উইকেটে সেট হলেও বড় স্কোর গড়তে পারেননি বার্নসও। ৯৫ বল খেলে ফিরেছেন ৩৫ রান করে। শেষ বিকেলে ইংলিশ অধিনায়ক জো রুট ২৪ রান করে ফিরলে জয়ের আগাম উল্লাসই করতে দেখা গেল অস্ট্রেলিয়ানদের। দিন শেষে ৪০ বল খেলে ৩ রানে অপরাজিত বেন স্টোকস।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ জো রুট মার্নাস লাবুশনে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর