Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুমিনুলদের কোভিড পরীক্ষা সম্পন্ন, ফলের অপেক্ষায় বাংলাদেশ


১৯ ডিসেম্বর ২০২১ ১৭:০৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৯:৩১

সকলের নেগেটিভ ফল এলে সবকিছু ঠিকঠাক। কিন্তু একজনেরও পজিটিভ এলে উলট-পালট হয়ে যেতে পারে অনেক কিছু। এমন একটা পরিস্থিতি নিয়ে করোনাভাইরাস পরীক্ষার ফলের অপেক্ষা করছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

নিউজিল্যান্ডে মোট চারটি করোনা পরীক্ষা হওয়ার কথা বাংলাদেশি ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের। আজ রোববার চার নম্বর পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার ফল পাওয়া যাবে আগামীকাল। এই ফলের ওপর নির্ভর করছে সিরিজের পরবর্তী পরিস্থিতি।

বিজ্ঞাপন

দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল আগেই। কিন্তু বাংলাদেশ দল যে ফ্লাইটে যায় সেখানে করোনার নতুন সংক্রমন ওমিক্রন আক্রান্ত একজন রোগী ছিলেন। তারপর নিউজিল্যান্ডে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। যাতে কোয়ারেন্টাইন মেয়াদ বেড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। হালকা অনুশীলনের সুবিধা দেওয়া হলেও সেটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়।

নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ করোনা টেস্টে সকলের নেগেটিভ ফল এলে স্বাভাবিক নিয়মে অনুশীলন শুরু করতে পারবেন ক্রিকেটাররা। কিন্তু একজনেরও যদি পজিটিভ আসে তাহলে কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়বে। সেক্ষেত্রে সিরিজও পিছিয়ে যেতে পারে। সেটা প্রভাবিত করতে পারে আসন্ন বিপিএলকেও। কারণ এই সিরিজ শেষেই বিপিএল শুরুর পরিকল্পনা করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব মিলিয়ে আগামীকাল সকল ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসাটা খুব করেই প্রত্যাশা করছে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় তেমনটি বলছিলেন তরুণ পেসার শরিফুল ইসলামও। বিসিবির পাঠানো ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাল লাগছে। শেষ একটা কোভিড পরীক্ষা করিয়েছে। এটার ফল আগামীকাল নেগেটিভ এলে পরশু দিন থেকে আমরা অনুশীলন করতে যাব। এটা নিয়ে সবার মধ্যেই একটা রোমাঞ্চ কাজ করছে। সবাই দোয়া করবেন যাতে ফলটা নেগেটিভ আসে।’

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড পৌঁছার পর প্রথম তিনদিন পুরোপুরি ঘরবন্দি থাকতে হয়েছে ক্রিকেটারদের। পরে ধীরে ধীরে কিছু সুবিধা অবশ্য বাড়ানো হয়েছে। গত কয়েক দিন ধরে দিনে দুই বার ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসতে পারছেন ক্রিকেটাররা। এতে একে অন্যের সঙ্গে কথা বলা ও দেখা করার সুযোগ মিলছে।

পেসার শরিফুল বলেন, ‘আমরা সবাই ভাল আছি। ইয়েলো ব্যান্ড পরিয়ে আমাদের দুটো গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই দুটো সময় করে নিচে সবাই দেখা করি, সামাজিক দূরত্ব মেন্টেন করে কথা বলতে পারি। ভাল লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। মাঠে গিয়ে ভালো কিছু করার প্রত্যাশা করছি। করে দেখাব ইনশাল্লাহ এবার।’

এবারের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভূক্ত দুটি টেস্টের প্রথমটি শুরু হওয়ার কথা ১ জানুয়ারী। বাকিটি মাঠে গড়ানোর কথা ৯ জানুয়ারী।

করোনা পরীক্ষা করোনাভাইরাস কোভিড বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর