নিউজিল্যান্ড থেকে সুজনের ‘সুখবর’
১৬ ডিসেম্বর ২০২১ ২১:০৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২১:১০
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ায় একটা চাপা শঙ্কাই তৈরি হয়েছিল দলে। আবারও কোনো ক্রিকেটার বা সংশ্লিষ্ট করোনায় আক্রান্ত হয়ে পড়েন কিনা! সেই শঙ্কা দূর হয়েছে। সর্বশেষ করোনা পরীক্ষায় দলের সকলের নেগেটিভ ফল এসেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
ফলে কোয়ারেন্টাইনের মধ্যে থেকেই গত কয়েক দিন জিম করার অনুমতি যারা পেয়েছিলেন তাদের অনুশীলনের অনুমতিও মিলেছে আজ। যদিও মাঠের অনুশীলন সম্ভব হয়নি। বৃষ্টির কারণে অনুশীলন না করেই মাঠ থেকে ফিরতে হয়েছে ক্রিকেটারদের। মাঠ থেকে ফেরার আগে বিজয় দিবস উদযাপন করেছেন ক্রিকেটাররা। জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আজ বিজয় দিবসের দিনে জাতীয় সংগীত গেয়ে বিজয় উদাপন করেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসরা।
ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এখানে আজ সুখবর আছে। সবাই কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছে। আমাদের এখানে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। গতকাল আমরা আলোচনা করেছিলাম কীভাবে কি হবে। আজ আমরা অনুশীলনেও গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে মাঠে নামতে পারিনি। আমাদের জিম সেশন হবে। কালকে আমরা কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেরিয়ে টিম হোটেলে আইসোলেশনে চলে যাবো। যারা ইয়োলো ব্যান ছিল তারা এখানে ২০ তারিখ পর্যন্ত থাকবে। আমরা চলে যাওয়ার পর কাল থেকে ওরা জিম ব্যবহার করতে পারবে। ২১ তারিখ তারা সবাই আমাদের সঙ্গে হোটেলে চেক ইন করবে। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে আলাদা রাখা হয়েছে। বাকিরা সবাই সুস্থ আছে।’
গত বুধবার রঙ্গনা হেরাথের কোভিড পজিটিভ হওয়ার খবর জানা যায়। তাকে আলাদা স্থানে রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে সেখানকার এক যাত্রীর করোনা পজিটিভ হয়েছে। ফলে তার আশেপাশে থাকা বাংলাদেশের নয় ক্রিকেটারের কোয়ারেন্টাইন মেয়াদ বাড়ানো হয়েছে। এই তালিকায় আছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বি, মেহেদি হাসান মিরাজ।
এবারের লম্বা সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভূক্ত দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১ জানুয়ারী। দ্বিতীয়টি ৯ জানুয়ারী।
করোনা পজিটিভ খালেদ মাহমুদ সুজন টপ নিউজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ