বিজয় দিবস ক্রিকেটে শহিদ মুশতাক একাদশের বড় জয়
১৬ ডিসেম্বর ২০২১ ১৯:৩৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২২:৪৪
বিজয় দিবস ক্রিকেটে বড় জয় পেয়েছে শহীদ মুশতাক একাদশ। শহীদ জুয়েল একাদশকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় আজও (১৬ ডিসেম্বর) ‘বিজয় দিবস ক্রিকেটে’ অংশ নেন সাবেক ক্রিকেটাররা। মহান মুক্তিযুদ্ধের সময় নিহত দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও শহদি মুশতাকের নামে প্রতি বছর বিজয় দিবসের দিন অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রীতি ম্যাচ। ক্রীড়াঙ্গনের দুই বীরের পরিবারের উপস্থিতিতে এই ম্যাচটি স্টেডিয়ামে অন্য রকম আবহ এক তৈরি করে।
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শহীদ জুয়েল একাদশ। আতাহার আলী খান, খালেদ মাসুদ পাইলটদের ব্যাটে বেশ বড় সংগ্রহই গড়ে শহীদ মুশতাক একাদশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে দলটি।
জাতীয় দলের হয়ে ১৯টি ওয়ানডে খেলা আতাহার আলী শহীদ মুশতাক একাদশের হয়ে আজ দারুণ ক্রিকেট খেলেছেন। ওপেনিংয়ে নেমে মাত্র ৫৫ বলে ৭টি চার ১টি ছয়ে ৬০ রান করেন তিনি। শেষ দিকে খালেদ মাসুদ পাইলট মাত্র ১৫ বলে তিনটি চার ১টি ছয়ে ৩১ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২৪ বলে ২৬ রান করেন, মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫ রান করেন। সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ৪ বলে ৩ রান করে আউট হয়েছেন।
শহীদ জুয়েল একাদশের হয়ে সজল চৌধুরী, মুশফিক রহমান বাবু ও মেহেরাব হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রানেই থেমে যায় শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে ২৮ বলে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া মুশফিকুর রহমান বাবু ২৯ বলে ২৭, মাহমুদুল হাসান রানা ৮ বলে ১৩, সাজ্জাদ আহমেদ ২১ বলে ১১ ও হান্নান সরকার ১১ বলে ১০ রান করেন।
শহীদ মুশতাক আহমেদের হয়ে সানোয়ার হোসেন ও তারেক আজিজ খান দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচ শেষে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নামজুল হাসান পাপন। পুরস্কার বিতরণীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় দিবসের শপথপাঠে অংশ নেন ক্রিকেটার, বোর্ডকর্তাসহ সকলেই। এ সময়ে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলম, নিগার সুলতানারা এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
শহীদ জুয়েল একাদশ: মেহেরাব হোসেন অপি, রকিবুল হাসান, সজল চৌধুরী, আনোয়ার হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন, হান্নান সরকার, মাহমুদুল হাসান রানা, হাবিবুল বাশার সুমন, নাসির আহমেদ নাসু, এনামুল হক মনি, শফিউদ্দিন আহমেদ বাবু, মুশফিক রহমান বাবু, মোর্সেদ আলী খান, মঞ্জুরুল ইসলাম ও ওহেদুল গনি।
শহীদ মুশতাক একাদশ: জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, ইহসানুল হক শান্ত, তারেক আজিজ খান, তালহা জুবায়ের, মোহাম্মদ আলী, সানোয়ার হোসেন, আজহার হোসেন শান্ত ও ফাহিম মানতাসির সুমিত।
টপ নিউজ বিজয় দিবস বিজয় দিবস ক্রিকেট ম্যাচ বিসিবি শহীদ জুয়েল শহীদ মুশতাক