Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের বিজয় দিবস উদযাপন


১৬ ডিসেম্বর ২০২১ ১৩:১৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৭:০৪

১৬ ডিসেম্বর ২০২১। মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি আজ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও কঠিন আত্মত্যাগের ফসল হিসেবে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয়েছিল বিজয়। বিজয়ের ৫০ বছর পূর্তিতে আনন্দ বন্যায় ভাসছে বাংলাদেশিরা। সারা দেশ আজ সেজেছে বিজয়ের রংয়ে। বিজয়ের আনন্দ উদযাপন চলছে বিদেশেও।

দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টি মাথায় নিয়ে নিউজিল্যান্ডে আজ বিজয় উদযাপন করেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাসকিন আহমেদরা। সঙ্গে ছিলেন সাপোর্টিং স্টাফের সদস্যরাও।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল পার্কে দলীয় অনুশীলন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। বৃষ্টির কারণে ব্যাট-বল নিয়ে মাঠে নামা হয়নি। কিন্তু বৃষ্টির মধ্যেই মাঠে নেমে জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গেয়ে বিজয় উদযাপন করেছেন ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান লিখেছেন, ‘আসুন, গর্বের সাথে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে, গোটা বিশ্ব দেখছে- বাংলাদেশের বহু অর্জন ও সফলতা। এতোসব অর্জনের পরেও মনে হয়, আমাদের কী যেন নেই! কে যেন নেই! বিজয়ের প্রতিটি ধাপেই মনে পড়ে – সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। সব অর্জন, সব বিজয়ে আমরা তোমাকে খুব মিস করি লিডার!’

বিজ্ঞাপন

সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসত, তাহলে এত ভালোবাসা, এত ঘৃণা, এত চাওয়া-পাওয়া, এত আবেগ, এত এত কথা… সবই না বলা কথা হয়ে থাকত! অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।

‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’-কী প্রচণ্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। নাহলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া! ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের।’

‘যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকলের প্রতি রইলো শুভেচ্ছা।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনেই বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যাদের আত্মত্যাগ ও সাহসিকতায় আমরা পেয়েছি এই দেশ, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

টপ নিউজ মহান বিজয় দিবস মুশফিকুর রহিম সাকিব আল হসান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী