রাজশাহীতে জাকিরের দেড়শর পর আফিফের দৃঢ়তা
১৪ ডিসেম্বর ২০২১ ২১:৫১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ২১:৫৩
আগের দিন সেঞ্চুরির কাছাকাছি পৌঁছা জাকির হাসান আজ সেঞ্চুরি পেরিয়ে গেলেন অনেকদূর। শেষ দিকে স্পিনার নাসুম আহমেদ করেছেন দারুণ এক ফিফটি। যাতে রান পাহাড়ে চড়ে বসে বিসিবি দক্ষিণাঞ্চল। পরে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে দারুণভাবে টানছেন আফিফ হোসেন ধ্রুব। দুই মিলিয়ে জমে উঠেছে দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চলের মধ্যকার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের লড়াই।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাকির হাসানের দেড়শোর্ধ্ব ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত ৪২৯ রানে থেমেছে দক্ষিণাঞ্চলের স্কোর। যাতে ১৬৯ রানের লিড পায় দক্ষিণাঞ্চল। পরে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। তৃতীয় দিন শেষে ২৬ রানে এগিয়ে পূর্বাঞ্চল। হাতে আছে আর পাঁচ উইকেট।
কাল শেষ দিনের খেলায় পূর্বাঞ্চলকে দ্রুত গুটিয়ে দিতে পারলে জয়ের সম্ভবনা বাড়বে দক্ষিণাঞ্চলের। আর ম্যাচ বাঁচাতে হলে কাল অনেকক্ষণ ব্যাটিং করতে হবে পূর্বাঞ্চলকে।
৬ উইকেটে ২৮৮ রানে আজ তৃতীয় দিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। ৯১ রানে অপরাজিত ছিলেন জাকির হাসান, ২৮ রানে ক্রিজে ছিলেন মেহেদি হাসান। দিনের চতুর্থ বলেই মেহেদিকে হারায় দক্ষিণাঞ্চল। খানিক বাদে কামরুল ইসলাম রাব্বিও (১) ফিরে যান। তবে নয় নম্বরে নেমে জাকির হাসানের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন তরুণ স্পিনার নাসুম আহমেদ। নবম উইকেট জুটিতে ১০৪ রান তোলেন দুজন।
দলীয় ৩৯৮ রানে ফেরার আগে ৭৯ বলে ১০টি চার ১টি ছয়ে ৫৯ রান করেন নাসুম। জাকির শেষ পর্যন্ত থামেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানে। ১৯টি চারের সাঙ্গে ২টি ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি। পূর্বাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নাইম হাসান, এনামুল হক ও মোহাম্মদ আশরাফুল।
বড় ব্যবধানে পিছিয়ে থাকার পর শুরুটা বেশ ভালোই হয়েছিল পূর্বাঞ্চলের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটিতে রান তোলেন মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। দুজনের ওপেনিং জুটি ছিল ৬১ রানের। তবে এই জুটি ভাঙার পর দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। বিপদে পড়া পূর্বাঞ্চলের হয়ে পরে হাল ধরেন আফিফ হোসেন।
দিনের খেলা শেষ হওয়ার সময় ৭৩ রানে অপরাজিত তরুণ ক্রিকেটার। তার ৯৭ বলের ইনিংসটি ৫টি চার ৩টি ছয়ে সাজানো। ইরফান শুক্কুর অপরাজিত ছিলেন ১৮ রান করে।
আফিফ হোসেন ধ্রুব জাকির হাসান টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল