Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি কঠিন ফরম্যাট: মাহমুদউল্লাহ


১০ ডিসেম্বর ২০২১ ১৯:৪০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৯:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল যাচ্ছে-তা। স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে হারা বাংলাদেশ বিশ্বকাপে আট ম্যাচ খেলে হেরেছে ছয়টিতেই। তারপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ধবলধোলায় হলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরিসংখ্যান বলছে সর্বশেষ ১১টি টি-টোয়েন্টি ম্যাচের ৯টিতেই হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর মতে, এই ফরম্যাটটাই বড্ড কঠিন।

বিশ্বকাপে শুধু পাপুয়া নিউগিনি ও ওমানে বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তান সিরিজকে মনে করা হচ্ছিল টাইগারদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ। কারণ ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই শক্ত প্রতিপক্ষ। কিন্তু হলো তার উল্টোটা। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো বাংলাদেশকে। টানা বাজে ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশ দলের প্রত্যাশা এবার ধারাবাহিক হওয়া।

বিজ্ঞাপন

৯৬টি দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি কাপ। শুক্রবার (১০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো আসরের ট্রফি উন্মোচন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদউল্লাহও। তিনি বলেন, ‘আমরা কাছে মনে হয় টি-টোয়েন্টি কঠিন একটি ফরম্যাট। সব সময় আস্কিং রেট অনেক বেশি থাকে। চাপ থাকে, আশা থাকে। চাপ সব সময় থাকবে। দিনশেষে অনেক সময় আমরা করতে পারি আবার করতে পারি না। আমরা যদি আমাদের রেজাল্ট হোক বা পারফর‌ম্যান্স হোক যদি আমরা একটু ধারাবাহিক হই তাহলে আমাদের উপর ওই আস্থাটাও বাড়বে।’

এবারের বিশ্বকাপ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী বছর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। আরব আমিরাতের কন্ডিশন উপমহাদেশীয় ঘরানার হলেও অস্ট্রেলিয়ার উইকেট পুরোপুরি পেস বান্ধব। পেস বান্ধব উইকেট বাংলাদেশের জন্য কঠিনই হওয়ার কথা। কন্ডিশন প্রশ্নে মাহমুদউল্লাহ বললেন, ‘নির্ভর করে আমরা কি রকম টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। সমান বাউন্স, ভালো পেস থাকে। এখন বিষয়টা আমাদের উপর, কীভাবে আমরা জিনিসটা সামলাতে পারি।’

বিজ্ঞাপন

অনেকদিন যাবতই বাংলাদেশের ব্যাটিং ইউনিট ব্যর্থ। অধিনায়কও বললেন, উন্নতি করতে হবে এই জায়গায়, ‘সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো।’

টপ নিউজ টি-টোয়েন্টি বাংলাদেশ ক্রিকেট মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর