Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙ্গনা হেরাথের সঙ্গে বিসিবির দুই বছরের নতুন চুক্তি


৮ ডিসেম্বর ২০২১ ১৮:২৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৮:৩২

স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলংকান কিংবদন্তি রঙ্গনা হেরাথের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হেরাথের সঙ্গে বিসিবির নতুন চুক্তি দুই বছরের জন্য। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লংকান কিংবদন্তি।

বুধবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বলা হয়েছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যুক্ত হবেন হেরাথ। দুটি টেস্ট খেলতে আজ রাতেই নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিজ্ঞাপন

গত জুনে প্রথমবার বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান হেরাথ। সেই চুক্তি শেষ হয় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপর থেকে অন্তরবর্তীকালীন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় কোচ সোহেল ইসলাম। বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছিল, শিগগিরই এই জায়গায় লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ করা হবে কাউকে। আজ সেই ঘোষণা এলো।

৪৩ বছর বয়সী অর্থোডক্স স্পিনার হেরাথ শ্রীলংকার হয়ে সাদা পোশাকে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩টি উইকেট নিয়েছেন। আইসিসি ও শ্রীলংকান ক্রিকেটের বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে লেভেল-৩ কোচিংও সম্পন্ন করেছেন তিনি।

টপ নিউজ রঙ্গনা হেরাথ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর