নিউজিল্যান্ড সিরিজে সাকিবের জায়গায় ফজলে রাব্বি
৮ ডিসেম্বর ২০২১ ১৬:৫৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৭:০০
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই টেস্টের এই সিরিজটি খেলতে চাননি সাকিব। সাকিবের জায়গায় অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বিকে দলে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরর্ম করার জন্য আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন রাব্বি। এবারের জাতীয় লিগে বরিশাল বিভাগের হয়ে ৬০.৩০ গড়ে ৬৩০ রান করেছেন তিনি।
এর আগে ২০১৮ সালের অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন ফজলে রাব্বি। সেবারও সাকিবের বদলে ডাক পেয়েছিলেন ওয়ানডে দলে। তবে একদমই পারফর্ম করতে পারেননি। দুই ম্যাচ খেলে দুটিতেই শূন্য রানে আউট হয়েছিলেন। অনেকদিন পর এলো টেস্ট দল থেকে ডাক। নিশ্চয় এবার সফল হতে চাইবেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে আজ রাতেই নিউজিল্যান্ডে রওনা দিবে বাংলাদেশ দল। সফর, কোয়ারেন্টাইন মিলিয়ে ৪০ দিনের সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১ জানুয়ারী, দ্বিতীয়টি ৯ জানুয়ারী।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হেসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ।