দেশের মাটিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোরের লজ্জা
৮ ডিসেম্বর ২০২১ ০৯:৫৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১২:৩৮
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাব কাটিয়ে ঢাকার আকাশে রোদ উঠেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আকাশ মেঘাচ্ছন্নই। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ। ৭ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে গেছে ৮৭ রানে। ফলোঅন এড়াতে প্রথম ইনিংসে ১০১ রান করতে হতো বাংলাদেশকে।
দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের এটা যৌথভাবে সর্বোনিম্ন স্কোর। ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
ফলোঅন করে বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। হার এড়াতে দিনের বাকি সময় পুরোটা ব্যাটিং করতে হবে স্বাগতিকদের। ইনিংস হার এড়াতে এখনো ২১৪ রান করতে হবে বাংলাদেশকে।
বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফলোঅন এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল মুমিনুল হকের দল। ফলোঅন এড়াতে আজ ২৫ রান করতে হতো বাংলাদেশকে। হাতে ছিল তিন উইকেট। ২৩ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান, অপর প্রান্তে তাইজুল ইসলাম ছিলেন শূন্য রানে।
সাকিবের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। দেশসেরা ক্রিকেটার অবশ্য চেষ্টা করে গেলেন। কিন্তু অন্য প্রান্তে তাইজুল, খালেদ আহমেদরা টিকতে পারছিলেন না বলে স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি সাকিব। ওভারের শেষ দিকে সিঙ্গেল নিয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করতে দেখা গেছে তাকে। তবে তাতে ফলোঅন এড়ানো সম্ভব হয়নি।
শেষ ব্যাটার হিসেবে ৩৩ রানে আউট হয়েছেন সাকিব। বাংলাদেশ গুটিয়ে গেছে ৮৭ রানে। বাংলাদেশের ১০ উইকেটের ৮টিই নিয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। ১৫ ওভারে ৪২ রানে ৮ উইকেট নেন তিনি। বাকি দুই উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।