Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চা-বিরতির আগেই ৩ উইকেট হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২১ ১৫:২৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১৫:২৪

৩০০ রান তুলে ইনিং ঘোষণা পাকিস্তানের। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এরপর চা-বিরতিতে যায় বাংলাদেশ দল। পাকিস্তান এখনো এগিয়ে আছে ২৭৮ রানে।

পাকিস্তানের ৩০০ রানে ইনিংস ঘোষণা ঘোষণার পর ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মিরপুর টেস্টে সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়ে অভিষেক ঘটে মাহমুদুল হাসান জয়ের। এরপর দুই দিন তো খেলায় হলো না বৃষ্টিতে। অবশেষে চতুর্থ দিনে এসে ব্যাট হাতে নামল বাংলাদেশ। তবে অভিষেক টেস্টে মাহমুদুল হাসান জয় উইকেটে টিকলেন কেবল ৭ বল। তার বিদায়ে বাংলাদেশ এখন ৬ ওভারে ১ উইকেটে ৫ রানে ব্যাট করছে।

বিজ্ঞাপন

অভিষেকে শূন্যতে ফিরলেন মাহমুদুল

অভিষেক টেস্টে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান টিকলেন মাত্র ৭ বল। অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ স্টাম্পের বাইরে কিছুটা ঝুলিয়ে দেওয়া বলে খোঁচা দিয়ে স্লিপে দাঁড়ানো অধিনায়ক বাবর আজমকে ক্যাচ দিলেন মাহমুদুল। এতেই মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলীয় ২০ রানে উইকেট বিলিয়ে ফেরেন সাদমান (৩)। প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন তিনি। পাকিস্তানি বোলারদের দারুণ বোলিংয়ে চাপে পড়েছিলেন সাদমান। কিন্তু টেস্ট ক্রিকেটে আলগা শট খেলে উইকেট বিলিয়ে দিলেন এই ওপেনিং ব্যাটার! অফ স্পিনার সাজিদ খানকে দ্বিতীয় সাফল্যটি সাদমান উপহার দিলেন আলগা শট খেলেই। অফ স্টাম্পের বাইরে আপাত নির্বিষ একটা বলে কাট জাতীয় একটা শট খেলতে গিয়ে পয়েন্টে বদলি ফিল্ডার হাসান আলীকে ক্যাচ দিয়েছেন সাদমান।

বিজ্ঞাপন

৩০০—তে ইনিংস ঘোষণা পাকিস্তানের

চারে ব্যাট হাতে আসেন অধিনায়ক মুমিনুল হক (১)। ১১তম ওভারের ১ম বলে সাজিদ খানকে পয়েন্টের দিকে ঠেলেছিলেন অধিনায়ক মুমিনুল হক। পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন হাসান আলী। সরাসরি থ্রোতে তিনি নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প উপড়ে দেন। এতেই রান আউট মুমিনুল।

বাংলাদেশের অধিনায়ক যখন ফিরলেন তখন স্কোরবোর্ডে রান ৩ উইকেটে ২২। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

১ম ইনিংস (চতুর্থ দিন)

পাকিস্তান: ৩০০/৪; (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০, রিজওয়ান ৫৩); (এবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, তাইজুল ২৫-৬-৭৩-২, সাকিব ১৯-৭-৫২-০, মেহেদী মিরাজ ১৪-২-৩৭-০)।

বাংলাদেশ: ২২/৩; (মাহমুদুল জয় ০, সাদমান ১, মুমিনুল ১, শান্ত ১৩*); (আফ্রিদি-১-১-০-০, নুমান ৫-২-৭-০, সাজিদ ৪.১-১-১০-২)।

বাংলাদেশ পিছিয়ে আছে ২৭৮ রানে।

সারাবাংলা/এসএস

চতুর্থ দিন টপ নিউজ দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম পাকিস্তান বাংলাদেশ ব্যাটিংয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর