বৃষ্টিতে ভেসে গেল ৩য় দিন
৬ ডিসেম্বর ২০২১ ১৫:০৪ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২১ ১২:১৬
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে কেবল ৩৮ বল গড়ানোর পর ভেসে গিয়েছিল দিনের বাকি সময়টা। আর তৃতীয় দিন তো মাঠেই গড়াতে পারল না খেলা।
শের-ই-বাংলায় টেস্ট নয় খেলা হচ্ছে ঘূর্ণিঝড় জোয়াদের। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি ঢাকাতে। এতেই তৃতীয় দিনে মাঠেই গড়াতে পারেনি ম্যাচ।
খেলা সময়মতো শুরু হচ্ছে না জেনেই মাঠেই আসেনি দুই দল। প্রকৃতির বিরূপ অবস্থা দেখে সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
দুপুর ১২টা নির্ধারিত সময় অনুযায়ী এখন হওয়ার কথা ছিল মধ্যাহ্ন বিরতি। কিন্তু বৃষ্টি বিরতিরই তো শেষ নেই! আকাশের কান্না থামাথামির কোনো লক্ষণই ছিল না।
মিরপুরে প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার, দ্বিতীয় দিনে ৬.২ ওভার। আবহাওয়ার পূর্বাভাস বলছেন, সোমবার সারাদিনই বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখা মিলল সেটারই। তাই তো সকাল ১০.৩০ – খেলা শুরুর নির্ধারিত সময় খেলা শুরু হবে না জেনেই দুই দল হোটেল থেকে বের হয়নি।
আগের দিন বৃষ্টি হয়েছে থেমে থেমে। রাতেও ছিল সেই ধারা। সোমবার সকাল থেকে আকাশের কান্না চলেছে অঝোর ধারায়। মাঠ ও উইকেট ঢেকে রাখা হয়েছে যথারীতি। মাঠের নানা জায়গায় জমেছে পানি। শঙ্কা জেগেছিল তৃতীয় দিনের খেলা ভেসে যেতে পারে বৃষ্টিতে। শেষ পর্যন্ত ঘটলো সেটাই। মাঠে গড়াতে পারেনি একটি বলও।
আগামীকাল সকাল সাড়ে ৯টায় খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। এবং চতুর্থ দিনে খেলা হবে ৯৮ ওভার।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
১ম ইনিংস (৩য় দিন)
পাকিস্তান: ১৮৮/২; (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫২, বাবর ৭১); (এবাদত ১২-১-৪৮-০, খালেদ ৭.২-১-২৬-০, তাইজুল ১৭-৫-৪৯-২, সাকিব ১৫-৬-৩৩-০, মেহেদী মিরাজ ১২-২-৩১-০)।
সারাবাংলা/এসএস
২য় টেস্ট তৃতীয় দিনের খেলা দিনের খেলা পরিত্যক্ত বাংলাদেশ বনাম পাকিস্তান