মাঠকর্মীদের সঙ্গে বৃষ্টির লুকোচুরি, ভোগান্তির সঙ্গে চলছে আড্ডাও
৫ ডিসেম্বর ২০২১ ১৫:০৬ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ১৭:০৫
বেচারা বাবর আজমের মেজাজটা হয়তো খিটখিটই করছে!
টেস্টে অনেকদিন যাবত রান পাচ্ছিলেন না। অনেকদিন পর বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে রানে ফিরেছেন। দারুণ ব্যাটিংয়ে বড় ইনিংসের দিকেই এগুচ্ছিলেন পাকিস্তানি অধিনায়ক। কিন্তু ইনিংস বড় করার সুযোগ পাচ্ছেন কই! বৈরী আবহাওয়া যে মাঠেই নামতে দিচ্ছে না ঠিকমতো। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে ঢাকার আকাশে কাল থেকে ঘন মেঘ। মেঘে ঢাকা আকাশে আলোকস্বল্পতার কারণে কাল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের প্রথম দিনের এক সেশন খেলা হয়নি, ৫৭ ওভার পর খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। আজ দ্বিতীয় দিনে আবহাওয়ার প্রতিবন্ধকতা আরও বেশি। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। কখনো থামছে, খানিক পরে আবারও শুরু হচ্ছে। আকাশ ঢাকা কালো মেঘে। সব মিলিয়ে দ্বিতীয় দিনে এখন পর্যন্ত খেলা মাঠে গড়িয়েছে মাত্র ৬.২ ওভার। বৃষ্টির এমন লুকোচুরির দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় চোখে পড়ছে ভিন্ন পরিবেশ।
গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মাঠে চোখ ফেরাতেই দেখা গেল একদল পাখির ছোটাছুটি। কিচিরমিচির আওয়াজ তুলে একটু পর পর উড়াল দিচ্ছে, খেলছে, খাবারের সন্ধান করছে। মনে হচ্ছিল ছোট্ট পাখিগুলো দল বেঁধে যেন বৃষ্টি উপভোগ করছে। তবে মাঠকর্মীদের জন্য বিষয়টি কিন্তু মোটেও উপভোগ্য নয়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি এই থামছে তো এই নামছে। তাতে মাঠকর্মীদের ব্যস্ততার শেষ নেই। বৃষ্টি থামলে খেলা শুরুর জন্য উইকেটকে প্রস্তুত করতে পিচ থেকে কাভার তুলতে হচ্ছে। পিচ পরিস্কার করতে হচ্ছে। কখনো কখনো এসবের মধ্যেই আবার শুরু হচ্ছে আকাশের কান্না। যাতে আবারও কাভার দিয়ে পিচ ঢেকে দেওয়ার তোড়জোড় শুরু করতে হচ্ছে। বৃষ্টির সঙ্গে মাঠকর্মীদের এমন লুকোচুরি খেলা চলছে সেই সকাল থেকে।
ওদিকে দর্শকদের ভাগান্তির শেষ নেই। দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক হওয়াতে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়েই মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখতে আসা দর্শকরা পড়েছেন উটকো বিড়ম্বনায়। খেলা মাঠে গড়াচ্ছে না বলে অলস বসে থাকা ছাড়া উপায় নেই। সবচেয়ে বেশি ভোগান্তি পূর্ব গ্যালারীর দর্শকদের।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারীর ওপরে ছাদ নেই। আবার অন্য গ্যালারীতে ছাদ থাকলেও এখান থেকে যাওয়ার সুযোগও নেই। ফলে বৃষ্টির মধ্যেই বসে থাকতে হচ্ছে টিকিট কেটে এই গ্যালারীতে আসা দর্শকদের। অনেকজনকে দেখা গেল বৃষ্টি থেকে বাঁচতে বিগ স্ক্রিনের নিচে গিয়ে অবস্থান নিতে। কিন্তু ওই ছোট্ট জায়গাটুকু স্বাভাবিকভাবেই পারছে না বৃষ্টি থেকে বাঁচাতে। অগ্রহায়ণ মাসের মাঝামাঝির এই সময়টাতে বেশ ভালোই শীত পড়েছে। এর মধ্যে বৃষ্টিতে ভেজা নিশ্বন্দেহেই কম কষ্টের নয়।
কোথাও কোথাও আবার আড্ডার আমেজ। খেলা বন্ধ থাকায় গণমাধ্যমকর্মীদের কাজও কম। যাতে প্রেসবক্সে থাকা সাংবাদিকদের মধ্যে চলছে একটা আড্ডার আমেজ। কেউ খোশ গল্পে মত্তো, কোথাও চায়ের চুমুকে জমে উঠেছে ক্রিকেটীয় আলোচনা-সমালোচনা। মাঠের বাইরে ক্রিকেটও দেখা গেল! স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষের সামনে দেখা গেল ব্যাটে-বলের টুকটাক!
খেলা বন্ধ, কাজও নেই বললেই চলে। বিরক্তিই হয়তো লাগছিল সাপোর্টিং স্টাফের সদস্যদের! সংবাদ সম্মেলন কক্ষের সামনে কয়েক জন নেমে পড়েছেন তাই খেলতে। টেনিস বল আর ব্যাটের বদলে স্ট্যাম্প হাতে নিয়ে যেন কৌশরের ক্রিকেটে মেতে উঠতে চাইছেন তারা।
বৃষ্টিস্নান দিনে শের-ই-বাংলার এ যেন ভিন্ন রকম এক চরিত্র!
গ্যালারী গ্যালারীতে দর্শক টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বিসিবি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম