ক্যাম্প ন্যুতে বেতিসের কাছে হারল জাভির বার্সা
৪ ডিসেম্বর ২০২১ ২৩:২৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪১
ধুঁকতে থাকা বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর শুরুটা দারুণ করেছিলেন জাভি হার্নান্দেজ। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি জয় আর একটি ড্র করেছিল কাতালান ক্লাবটি। কিন্তু অপরাজিত থাকার সেই ধারা থামল চতুর্থ ম্যাচে এসেই। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের সাতেই থেকে গেছে বার্সেলোনা।
রিয়াল বেতিসের হয়ে একমাত্র গোলটি করেন জুয়ানমি। ম্যাচের ৭৯তম মিনিটে বার্সেলোনার সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান তেয়োর অ্যাসিস্ট থেকে গোল করেন জুয়ানমি।
বেতিসের বিপক্ষে ১-০ গোলের হারটি চলতি মৌসুমে লা লিগায় বার্সার চতুর্থ হার। ১৫ ম্যাচে ছয় জয় আর পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে বার্সা। সমান ম্যাচে ১১ জয় তিন ড্র এবং এক হারে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া আর বার্সাকে হারানো রিয়াল বেতিস ৩০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ অবস্থানে।
গোটা ম্যাচের ৬৩ শতাংশ বল দখলে রেখে ১০ গোলের সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে বল দখলে রাখার দিক দিয়ে এগিয়ে থাকা বার্সেলোনা ফাউল করার দিক দিয়েও এগিয়ে ছিল। রিয়াল বেতিসের ১২টি ফাউলের বিপরীতে বার্সেলোনা করে ১৭টি ফাউল।
ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করে বার্সেলোনা তবে রিয়াল বেতিসের দুর্দান্ত পারফরম্যান্সে গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ২৫তম মিনিটে ক্যানালাসের বাড়ানো বল পেয়ে টার স্টেগানকে কাটিয়ে বল নিয়ে গোলের দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত গোলবারের পাসের জালে লাগায় জুয়ানমি।
খেলার সময় ৩৩ মিনিট হতেই গাবি মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন। এতে মধ্যমাঠের নিয়ন্ত্রণ কিছুটা হারায় বার্সা। প্রথমার্ধের শেষ পর্যন্ত দুই দলের কেউই জালের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেয়েছিল বেতিস কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হলে স্বস্তি ফেরে কাতালান শিবিরে। সুযোগ আসে বার্সার সামনেও তবে শেষ পর্যন্ত আক্রমণকে পূর্ণতা দিতে পারেনি বার্সার ফরোয়ার্ডরা।
৭৯তম মিনিটে প্রতি-আক্রমণে বার্সেলোনার জালে বল পাঠাতে সাহায্য করেন বার্সেলোনারই সাবেক খেলোয়াড়। ক্রিস্টিয়ান তেয়ো বল পান ক্যানালাসের কাছ থেকে। বল পেয়ে দারুণ এক পাসে জুয়ানমিকে খুঁজে নেন তেয়ো। এরপর ঠান্ডা মাথায় টার স্টেগানকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান জুয়ানমি। এতেই নিশ্চিত হয়ে যায় রিয়াল বেতিসের জয়।
শেষ পর্যন্ত জুয়ানমির ওই গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেতিস।
সারাবাংলা/এসএস
জাভি হার্নান্দেজ টপ নিউজ বার্সার হার বার্সেলোনা বনাম রিয়াল বেতিস স্প্যানিশ লা লিগা