Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব


৪ ডিসেম্বর ২০২১ ১৯:৫১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ২০:১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে, দল ঘোষণার ঘণ্টাখানেক পরই এই সিরিজ থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি পাঠিয়েছেন সাকিব আল হাসান। উল্লেখ্য, আজ ঘোষিত নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দলে ছিল সাকিবের নাম।

কদিন ধরেই শোনা যাচ্ছিল আসন্ন নিউজিল্যান্ড সিরিজে যাচ্ছেন না সাকিব। শনিবার (৪ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বোর্ডের কাছে নিউজিল্যান্ড সিরিজ থেকে মৌখিকভাবে ছুটি চেয়েছেন দেশসেরা ক্রিকেটার। বোর্ডের পক্ষ থেকে লিখিত চিঠি পাঠানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বোর্ড সভাপতির এই কথার পরপরই সাকিবকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তার ঘণ্টাখানের পরই ছুটি চেলে লিখিত চিঠি দেন সাকিব। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র সাকিবের ছুটি চেয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি পাকিস্তান সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সফর, কোয়ারেন্টাইন মিলিয়ে ৪০ দিনের সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১ জানুয়ারী, দ্বিতীয়টি ৯ জানুয়ারী।

গত বছরের শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ দল। ওই সফরেও ছিলেন না সাকিব। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি।

টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর