জানুয়ারিতে সিদ্ধান্ত নেব— কোচ ছাঁটাই প্রসঙ্গে পাপন
৪ ডিসেম্বর ২০২১ ১৯:২৮ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ২৩:০৪
মাঠের ক্রিকেটে বাংলাদেশ দলের হতশ্রী দশা। মাঠের বাইরের পরিবেশটাও সুবিধার না। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, কোচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানুয়ারীতে।
ক্রিকেটপাড়ায় কান পাতলেই শোনা যায় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গোর দুরত্বের খবর। মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে যাওয়া, মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি দলের উইকেটকিপিং থেকে সরিয়ে দেওয়া, মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট অবসর, তামিম ইকবালের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা ইত্যাদিতে রাসেল ডমিঙ্গোর হস্তক্ষেপের কথা শোনা যায়।
সিনিয়র ক্রিকেটারদের অসন্তুষ্টি প্রভাব ফেলছে হয়তো ড্রেসিংরুমে। ডমিঙ্গোর কোচিং প্রক্রিয়া নিয়েও প্রশ্ন অনেকের। তাছাড়া অনেকদিন ধরে দলের পারফরম্যান্স যাচ্ছে-তা। এমন অবস্থায় বিসিবি কোচ ছাঁটাইয়ের পথে হাঁটবে কিনা সেটা নিয়ে চলছে আলোচনা।
বিসিবি সভাপতি জানালেন, বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছেন তিনি। জানুয়ারিতে কোচ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেছেন বিসিবি প্রধান।
শনিবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘কোচের সাথে দূরত্ব, মনোমালিন্য যা যা আপনারা বলছেন আমিও তেমন শুনি। কিস্তু আসল জায়গা থেকে তো কেউ কিছু বলছে না। যদি না বলে তাতে লাভটা হবে কী! শোনা তো সবই যাচ্ছে। আরও অনেক কিছুই তো শুনি। আপনি যদি আসল জায়গা থেকে তথ্য না পান, ভেতরে যেতে না পারেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সুতরাং অধৈর্যের কিছু নেই। আমরা জানুয়ারিতে সিদ্ধান্ত নেব। আমাদের হাতে এই মাসটা সময় আছে। এই মাসের মধ্যে সব তথ্য দিতে পারব। যা যা সিদ্ধান্ত নেওয়া দরকার তা নেব।’
তদন্তের প্রতিবেদন দেখে বা অন্য কোনো ভাবে যদি বুঝা যায় কোচ পরিবর্তন করা প্রয়োজন তাহলে এক সেকেন্ডও দেরি করা হবে না বলেছেন পাপন। তিনি বলেন, ‘কোচিংয়ে সমস্যা থাকলে পরিবর্তন আসবেই। এক সেকেন্ডও দেরি করব না। কিন্তু যদি এমন হয় যে কোচের কথা শোনে না (ক্রিকেটাররা)। তাহলে তো আরেকটু গভীরে যেতে হবে। সমস্যা সহজ না। আসলে জিনিসটা জানার (সমস্যা জানার) চেষ্টা করছি। যেটা সিদ্ধান্ত নেওয়া উচিত সেটাই নেব।’
নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট রাসেল ডমিঙ্গো সাকিব আল হাসান