Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, আবহাওয়া অধিদফতর থেকে নেই সু-সংবাদ


৪ ডিসেম্বর ২০২১ ১৬:০৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১৮:১০

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে ব্যাটে বলের লড়াই জমে উঠেছে। ১১ রানের ব্যবধানে প্রথমে ব্যাটিং করতে নামা পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশি সমর্থকদের উল্লাসে ভাসিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে সেই ধাক্কা কাটিয়ে দুর্দান্ত লড়ছিলেন পাকিস্তানের বাবর আজম, আজহার আলী। তবে টেস্টের প্রথম দিনে দুই দলের এই লড়াই কতোদূর এগোয় সেটাই প্রশ্ন। আলোকস্বল্পতার কারণে বন্ধ আছে খেলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীর আকাশ আজ মেঘে ঢাকা থাকতে পারে সারা দিনই।

বিজ্ঞাপন

পাকিস্তানের ইনিংসের ৬০তম ওভারের খেলা শেষে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। এর আগে বৃষ্টির কারণে অল্প সময় বন্ধ ছিল। মধ্য অগ্রহায়ণে আজ রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা। দুপুরের আগে টিপটিপ বৃষ্টিও হয়েছে। দুপুরের পর আকাশ আরও মেঘলা হয়ে পড়ে।

যার প্রভাব পড়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতে থাকা বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টেও। আকাশ মেঘলা, ফ্লাড লাইট জালিয়ে পর্যাপ্ত আলো মিলছিল না। ফলে দ্বিতীয় সেশনের চা বিরতির পরপর খেলা বন্ধ করেই দিতে বাধ্য হন আম্পায়াররা। মেঘলা আকাশে আজ কতক্ষণ খেলা হবে সেটাই বড় শঙ্কা।

কারণ আবহাওয়াবীদ বজলুর রশিদ সারাবাংলাকে জানালেন, আজ সারা দিনই রাজধানীর আকাশ এমন মেঘলা থাকতে পারে, আকাশে মেঘ বাড়তেও পারে। হালকা বৃষ্টির সম্ভবনাও আছে।

উল্লেখ্য, টেস্টের প্রথম দিনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলীয় ৫৯ ও ৭০ রানের মাথায় তাইজুল ইসলামের ঘূর্ণিতে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। তবে তারপর দারুণ ব্যাটিং করছিলেন বাবর আজম ও আজহার আলী। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় বাবর অপরাজিত ছিলেন ৬০ রানে, আজহার ৩৬ রানে।

আবহাওয়া অধিদপ্তর টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর