শরিফুল, শামীমের পর মাহমুদুল জয়
৪ ডিসেম্বর ২০২১ ১১:১৯
২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি মনে আছে? বিশে বিশ্বজয়ের আনন্দ এনে দিয়েছিলেন ঊনিশের টগবগে তরুণরা। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ফাইনালে ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশকে প্রথম কোনো বিশ্বকাপ জেতানোর পাশাপাশি শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়রা জানান দিয়েছিলেন আমরা উঠছে আসছি। বাংলাদেশের বিশ্বজয়ী সেই তরুণরা ধীরে ধীরে উঠে আসছেনও। ইতোমধ্যেই ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশের তিন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। পেসার শরিফুল ইসলাম, স্পিনিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীর পর আজ বাংলাদেশের হয়ে অভিষেক হয়ে গেল তরুণ টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হক জয়ের।
যুব বিশ্বকাপে গতির ঝড় তুলে আলোচনায় আসা পেসার শরিফুল ইসলাম ২০২১ সালের মার্চে জাতীয় দলের ক্যাপ পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয়দের কাঁপিয়ে দেওয়া শরিফুল ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট তিন ফরম্যাটই খেলে ফেলেছেন।
২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া দীর্ঘদেহী পেসার এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলে ৭.৩৮ ইকোনোমিক রেটে উইকেট নিয়েছেন ২২টি। ৪টি ওয়ানডে ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি এবং ১টি টেস্ট ম্যাচে তার উইকেট ১টি।
শামীম হোসেন পাটোয়ারীর জাতীয় দলে অভিষেক হয়েছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। ধারাবাহিক রান না পেলেও ফিনিশার হয়ে ওঠার সামর্থের জানান দিয়েছেন তরুণ স্পিনিং হার্ডহিটার ব্যাটার। ১০টি টি-টোয়েন্টি খেলে রান করেছেন ১২৪টি। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজেই আলো ছড়িয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন শামীম।
যুব বিশ্বকাপ জয়ী অপর ক্রিকেটার মাহমুদুল হাসান জয় আজ টেস্ট ক্যাপ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ৯৯তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয়েছে মাহমুদুলের। এখনো ব্যাট হাতে মাঠে নামা হয়নি। তবে জয়ের পরিসংখ্যান দুর্দান্ত।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী জয় পরে ঘরোয়া ক্রিকেট, ইমার্জিং দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪১ গড়ে ৫৭৪ রান করেছেন ২১ বছর বয়সী তরুণ। প্রথমবার স্কোয়াডে ডাক পেয়ে একাদশেও সুযোগ পাওয়া মাহমুদুলকে গত কয়েকদিন ধরে নেটে দুর্দান্ত মনে হয়েছে। নিশ্চয় অভিষেকটা রাঙাতে চাইবেন তরুণ ক্রিকেটার।
টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মাহমুদুল হাসান জয় শরিফুল ইসলাম শামীম পাটোয়ারী