কোচ ছাঁটাই গুঞ্জনে যা জানাল বিসিবি
২ ডিসেম্বর ২০২১ ২১:১২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২১ ০৬:৪০
মাঠের ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী দশা। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেতা-ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তারপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও হতাশার পারফরম্যান্স টাইগারদের। এতে বড় ঝড়টা বয়ে যাচ্ছে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ওপর দিয়ে। কোচের সমালোচনা হচ্ছে সব জায়গা থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোচ ছাঁটায়ের পথে হাঁটবে কিনা সেই আলোচনাও উঠছে। এসবের মধ্যে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিলেন, আপাতত কোচ ছাঁটাইয়ের সম্ভবনা নেই। আসন্ন নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে যাচ্ছেন ডমিঙ্গোও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি। দুই বছরের এই চুক্তিতে কড়া কিছু শর্তও আছে। চুক্তির শর্তে বলা আছে, এক বছরের মধ্যে বিসিবি কোচ ছাঁটাই করলে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। চুক্তির এই শর্ত বিবেচনায় বিসিবি কোচ ছাঁটাইয়ের পথে হাঁটবে কিনা, বিসিবি আদৌ কোচ ছাঁটাইয়ের কথা ভাবছে কিনা এসব নিয়ে চলছে বিভিন্ন আলোচনা। এর মধ্যেই অবস্থান পরিস্কার করলেন নিজামউদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ডমিঙ্গো নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন কিনা এমন প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেভাবেই আছে (ডোমিঙ্গো যাচ্ছেন নিউজিল্যান্ডে)।’
ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ। তার বদলে স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল পালন করছেন অন্তবর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও বিসিবির চুক্তি মেয়াদ শেষ। হেরাথের জায়গায় পাকিস্তান সিরিজে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় কোচ সোহেল ইসলাম। হেরাথের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে কিনা বা এই জায়গায় অন্য কাউকে বিবেচনা করা হচ্ছে কিনা? সেসব চূড়ান্ত হয়নি জানালেন বিসিবির প্রধান নির্বাহী।
চুক্তি হয়নি বলে এ বিষয়ে কিছু বলতেও চাইলেন না নিজামউদ্দিন চৌধুরী, ‘আশা করছি দুয়েকদিনের মধ্যে জানাতে পারবো (বাকিদের তথ্য)। বিষয়টা হচ্ছে কী, এটা একটা এগ্রিমেন্টের বিষয়। যতক্ষণ সাইন না করি, আমার পক্ষে অফিশিয়ালি বলা সম্ভব না। আপনি যেখানে চাকরি করেন, আপনার চারটা জায়গায় সুযোগ আছে। সাইন করার আগে তো কোথাও বলা তো ঠিক না।’
তিনি বলেন, ‘কোচিং স্টাফের বিষয়টা একদম ফাইনাল না হওয়া পর্যন্ত বলা যায় না। দেখা গেছে আমি একটা কোচ ফাইনাল করলাম, ইউরোপে অবস্থা খারাপ হলো। সে আসতে পারল না।’