তাইজুলে মুগ্ধ সাকলাইন
৩০ নভেম্বর ২০২১ ১৫:৫২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৫৫
চট্টগ্রাম থেকে: পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারার আগেই হেরে গিয়েছিল বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিনেই বুঝা যাচ্ছিল বাংলাদেশের হার সময়ের ব্যাপার মাত্র। তবে এমন নির্বিষ হারের মধ্যেও বাংলাদেশি অনেক সমর্থককে মুগ্ধ করেছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে একাই সাত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচেও ফিরিয়েছিলেন। চট্টগ্রামে তাইজুলের বাঁহাতি স্পিনের মুন্সিয়ানা মুগ্ধ অনেকে। মুগ্ধ হয়েছেন প্রতিপক্ষ শিবিরের একজনও। তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা ঝড়ল পাকিস্তানের প্রধান কোচ সাকলাইন মুশতাকের কণ্ঠে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিসবাহ-উল হক হঠাৎ পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিলে তার জায়গায় বসানো হয় সাকলাইনকে। তবে পাকিস্তানের কিংবদন্তি এই স্পিনার বাংলাদেশেও এসেছিলেন কোচ হয়ে। বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শ হিসেবে কাজ করেছেন অনেকদিন। সেই সূত্রে সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের দেখেছেন কাছ থেকে। পাকিস্তানের কোচ হওয়ার সূত্রে সেই তাইজুলকে চট্টগ্রাম টেস্টে দেখেছেন প্রতিপক্ষ হিসেবে। পুরনো শিষ্যের পারফরম্যান্সে মুগ্ধ সাকলাইন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম টেস্ট শেষে সাকলাইন বলেন, ‘তাইজুলকে আমার অনেক ভালো লেগেছে। যে জায়গায় সে আক্রমণ করেছে, ব্যাটারদের কোনো সুযোগ দেয়নি। আলগা বল তো নয়ই, সিঙ্গেলের সুযোগও দেয়নি। ওর নিয়ন্ত্রণ আমার সত্যিই ভালো লেগেছে।’
আরও ধারালো হয়ে উঠতে সাবেক শিষ্যকে পরামর্শও দিয়েছেন সাকলাইন। বলেছেন আরও বৈচিত্র যোগ করতে হবে ভান্ডারে, ‘তবে আমার মনে হয়, তার আরেকটু বৈচিত্র যোগ করা উচিত। সেটা তাকে বাড়তি কিছু দেবে। আরেকটু ওভারস্পিন তাকে অনেক সহায়তা করতে পারে। তবে তার টেম্পারমেন্ট, তার ধৈর্য আমার খুবই ভালো লেগেছে। নিয়ন্ত্রণটাই তাইজুলের মূল শক্তি।’
ওয়ানডে, টি-টোয়েন্টি দলে তাইজুলের জায়গা মেলে এখন কালেভদ্রে। তবে টেস্ট দলে অনেকটাই নিয়মিত সদস্য তিনি। তার প্রতিদানও দিয়ে চলেছেন দিনের পর দিন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৩৪ টেস্ট খেলে ১৪২ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক তিনি। দেশের পক্ষে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তাইজুল।
টপ নিউজ তাইজুল ইসলাম বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সাকলাইন মুশতাক