২৪ ঘণ্টা পর্যবেক্ষণে ইয়াসির
২৯ নভেম্বর ২০২১ ১৩:৫৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৪:০৫
চট্টগ্রাম থেকে: পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাথায় বাউন্সারের আঘাত পাওয়া ইয়াসির আলী রাব্বিকে নিয়ে দুশ্চিন্তা কেটে গেছে। সিটি স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে সতর্কতা হিসেবে হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে।
সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়েছে, চট্টগ্রাম টেস্টের বাকি সময়ে মাঠে দেখা যাবে না ইয়াসিরকে। তার জায়গায় কনকাশন সাব হিসেবে খেলবেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
ইয়াসির আঘাত পেয়েছেন আজ চতুর্থ দিনের পানি পানের বিরতির খানিক আগে। শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ধারনার চেয়ে কম উঠেছিল। ঠিকমতো ডাক করতে পারেননি ইয়াসির। বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। তারপর অবশ্য এক ওভার বোলিং করেছেন তিনি। তবে পরে ফিজিওর সঙ্গে কথা বলে মাঠ ছেড়েছেন ইয়াসির।
তরুণ ব্যাটারের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সারাবাংলাকে বলেছিলেন, ‘ওর সিটি স্ক্যান করানো হবে। স্ক্যান করার পর আমরা বুঝতে পারব। চট্টগ্রামের ইমপেরিয়াল হসপিটালে নেওয়া হচ্ছে ওকে।’
স্ক্যানের পর অফিসিয়াল আপডেটে বিসিবির পক্ষ থেকে জানানো হলো, দুশ্চিন্তা নেই ইয়াসিরকে নিয়ে।