সাকিবের অনুপস্থিতিতে তাইজুলকে হয়ে উঠতে হয় সাকিব
২৮ নভেম্বর ২০২১ ১৯:৫১
চট্টগ্রাম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোট পাওয়া সাকিব আল হাসান খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে টেস্ট সিরিজে শুরু থেকেই খেলার কথা ছিল তার। কিন্তু টেস্ট শুরুর দুদিন আগে জানা গেল, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা খেলা হচ্ছে না দেশসেরা ক্রিকেটারের। সাকিবের শূন্যতা অবশ্য টের পাওয়া গেল না প্রথম ইনিংসে বোলিংয়ের স্পিন বিভাগে। একাই ৭ উইকেট তুলে নিয়ে অভাবটা অনুভব করতে দেননি তাইজুল ইসলাম। আজ ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে অভিজ্ঞ স্পিনার জানালেন, সাকিব না থাকলে তাকেই হয়ে উঠতে হয় সাকিব।
দুর্দান্ত ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সামর্থ দিয়ে গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে টানছেন সাকিব। গত এক যুগ ধরে দলের অন্যতম সেরা ব্যাটার তিনি, সেরা বোলার তিনি। বোলিংয়ে তার ওপর যেমন রান চেক দেওয়ার দায়িত্ব থাকে তেমনি উইকেট তুলে নেওয়ারও। তাইজুল জানালেন, সাকিব না থাকলে এই কাজটা সামলাতে হয় তাকে।
রোববার (২৮ নভেম্বর) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অভিজ্ঞ স্পিনার বলেন, ‘সাকিব ভাইকে ছাড়া অবশ্য আমি অনেকগুলো ম্যাচই খেলেছি। সাকিব ভাই খেললে আমার ভূমিকা এক রকম হয় আবার সাকিব ভাই না খেললে আমার ভূমিকা অন্য রকম হয়। সেটা হওয়াটাই স্বাভাবিক। কারণ সাকিব ভাই আমাদের জন্য অনেক কিছু, অনেক ভালো ক্রিকেটার। উনি না থাকাতে উনার ভূমিকা আমাকে পালন করতে হয়। যেমন উইকেটও নিতে হবে আবার রানও চেক দিতে হবে এমন।’
এই ভূমিকায় তাইজুল দারুণভাবে সফলও। সাকিবের অনুপস্থিতিতে বারবারই জ্বলে উঠার উদাহারণ আছে তার। আজ ৭ উইকেট পেয়েছেন ৪৪.৪ ওভার বোলিং করে ১১৬ রান খরচায়। ৩৩ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে নয় বার পাঁচ উইকেট পেলেন তাইজুল। ৩৩ টেস্টে তার মোট উইকেট ১৩৪, গড় ৩২.৯৭। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক তিনি। তার চেয়ে বেশি উইকেট কেবল সাকিব আল হাসানের, ২১৫টি।
চট্টগ্রাম টেস্ট টপ নিউজ তাইজুল ইসলাম বাংলাদেশ-পাকিস্তান সিরিজ