Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমকে ছাড়িয়ে চূড়ায় মুশফিক


২৮ নভেম্বর ২০২১ ১৬:৩৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৬:৪১

চট্টগ্রাম থেকে: শাহিন শাহ আফ্রিদির স্ট্যাম্পের বলটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে সহজেই একটা রান নিয়ে নিলেন মুশফিকুর রহিম। স্বাভাবিকভাবেই উল্লাস-উচ্ছ্বাস করতে দেখা গেল না। কারণ ওই এক রানে মুশফিকের মোট রান দাঁড়ায় মোটে দুই। তবে ভেতর ভেতর একটা তৃপ্তি হয়তো ঠিকই কাজ করেছে অভিজ্ঞ ক্রিকেটারের। তামিম ইকবালকে ছাড়িয়ে ওই রানটির মাধ্যমেই যে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের মালিক বনে গেলেন মুশফিক।

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। গতকাল প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯১ রান করে আউট হয়েছিলেন মুশফিক। তাতে টেস্ট ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরিটি যেমন মিস করেছিলেন তেমনটি তামিমের রেকর্ডটাও নিজের করে নিতে পারেননি। রেকর্ড থেকে এক রান পিছিয়ে থেকে আউট হয়েছিলেন তিনি। ফলে আজ দুই রান নিতেই তামিমকে ছাড়িয়ে গেলেন অভিজ্ঞ ক্রিকেটার।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ রান করে অপরাজিত মুশফিক। যাতে টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত তার মোট রান ৪ হাজার ৭৯৩। ৭৬ টেস্ট খেলা মুশফিকের গড় ৩৭.৪৪। সেঞ্চুরি ৭টি করেছেন, হাফ সেঞ্চুরি ২৪টি।

দ্বিতীয় স্থানে নেমে যাওয়া তামিম ইকবাল মুশফিকের চেয়ে অবশ্য বেশ কিছু ম্যাচ কম খেলেছেন। তামিম ম্যাচ খেলেছেন ৬৪টি। তার গড় ৩৯.৫৭। তামিম সেঞ্চুরি করেছেন ৯টি, হাফ সেঞ্চুরি ৩১টি।

দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় এই দুজন বাদে সেরা পাঁচে আছেন- সাকিব আল হাসান (৫৮ টেস্টে ৩৯৩৩ রান), মুমিনুল হক (৪৬ ম্যাচে ৩৩৫৫) ও হাবিবুল বাশার (৫০ ম্যাচে ৩০২৬)।

টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর