Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকবার নিজেকে চেনালেন তাইজুল


২৮ নভেম্বর ২০২১ ১৪:২৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৪:২৯

চট্টগ্রাম থেকে: তাইজুল ইসলামের অফ স্ট্যাম্পে পিচ করে বলটা অফের দিকে এতোটাই টার্ন করল যে ডাউন দ্য উইকেটে আসা হাসান আলীর পক্ষে ঠেকানো হয়ে দাঁড়াল অসম্ভব। বল চলে গেল উইকেটরক্ষকের হাতে, হাসান তখন পপিং ক্রিজের অনেকটা বাইরে। সহজ স্ট্যাম্পিং এবং হাসান আউট। তখন তাইজুলের উল্লাসটা হলো দেখার মতো। লাফিয়ে শূন্যে ঘুষি চালালেন, বাঘের মতো গর্জে উঠলেন। এমন উল্লাসের কারণও আছে। হাসানকে আউট করেই যে নবম বারের মতো টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট পেলেন তাইজুল। পরে আরও একটা উইকেট পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টে আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকির দারুণ এক জুটিতে বিপদে পড়া বাংলাদেশ এখন শক্ত অবস্থানে। তার বড় কৃতিত্ব তাইজুলের।

রঙিন পোশাকের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত জায়গা হয় না তার। ওদিকে বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায় অনেক দিন পরপর। যাতে স্বাভাবিকভাবেই নিয়মিত খেলা হয় না তাইজুলের। এমন বিরতিতে পারফর্ম করা সহজ নয় বলেছিলেন তাইজুল। লম্বা বিরতি ছন্দপতন ঘটায় বলেছিলেন তিনি। তবে প্রতিভা থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় সেটি দেখিয়েই চলেছেন তাইজুল। সাদা পোশাকে বছরের পর বছর ধরে পারফর্ম করেই চলেছেন বাঁহাতি স্পিনার।

বাংলাদেশকে ৩৩০ রানে গুটিয়ে দিয়ে বিনা উইকেটে ১৪৫ রান তুলে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ম্যাচে তখন পাকিস্তান পরিস্কার এগিয়ে। ম্যাচে ফিরতে আজ সকালে সাফল্য প্রয়োজন ছিল বাংলাদেশের। তাইজুল সেই দাবি মেটালেন দুর্দান্তভাবে। দিনের প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিকি ও আহার আলীকে ফেরালেন দুর্দান্ত দুটি ডেলিভারিতে।

পরে সেঞ্চুরিয়ান আবিদ আলী ও সাজিদ খানকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। হাসান আলীকে বোকা বানিয়ে পাঁচ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন তাইজুল। পরে আরও একটা উইকেট পাওয়া বাঁহাতি স্পিনারের বোলিং ফিগার এখন ৪১ ওভারে ১০০ রান খরচায় ৬ উইকেট।

টপ নিউজ তাইজুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর