দিনের শুরুতে তাইজুল ঝলক
২৮ নভেম্বর ২০২১ ১০:২৬
চট্টগ্রাম থেকে: আগের দিনের খেলা শেষে লিটন কুমার দাস বলছিলেন, আগামীকাল (আজ) দিনের শুরুতেই দুই-তিনটি উইকেট তুলে নিতে চাই আমরা। পাকিস্তান বেশ শক্ত অবস্থানে চলে গিয়েছিল বলে আজ দ্রুত উইকেট খুব করে দরকারও ছিল বাংলাদেশের। তাইজুল ইসলাম এই দাবি মেটালেন দারুণভাবে। আজ টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারেই পরপর দুই বলে বাংলাদেশকে দুই উইকেট এনে দিয়েছেন তাইজুল।
রোববার (২৮ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচটির তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে সাত মিনিট আগে। আগের দিন খানিকটা আগে খেলা শেষ হয়েছিল বলে আজ সাত মিনিট এগিয়ে আনা হয় তৃতীয় দিনের খেলা। ওই সাত মিনিট জুড়ে চলল বাংলাদেশিদের উল্লাস।
দিনের প্রথম ওভারটি করতে এসেছিলেন তাইজুল ইসলাম। ওভারের পঞ্চম বলটি লেগ স্ট্যাম্পে পিচ করে অফের দিকে টেনে আনলেন তাইজুল। আগের দিন দারুণ ব্যাটিং করে ৫২ রানে অপরাজিত থাকা অভিষিক্ত আব্দুল্লাহ শফিকি তাতে পুরোপুরি পরাস্ত। বল আঘাত হানল প্যাডে। বাংলাদেশি ফিল্ডারদের জোড়ালো আবেদন। আউট দিয়ে দেন আম্পায়ার। পরে পাকিস্তান রিভিউ নিলেও লাভ হয়নি, শুধু রিভিউটিই নষ্ট হয়েছে সফরকারীদের।
পরের বলে অভিজ্ঞ আজহার আলীকে ঠিক একই ভাবে বোকা বানালেন তাইজুল। ওভারের ষষ্ঠ ডেলিভারিটিও অনেকটা একই রকম ছিল। নতুন ক্রিজে আসা আজহার সেটি সামলাতে পারেননি। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেওয়ার সাহসও দেখাননি আজহার আলী।
বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান মুহূর্তেই দুই উইকেটে ১৪৬। দিনের বাকি সময়টা যেমনই হোক না কেন, সকালটা নিশ্চয়ই বাংলাদেশের।
আগের দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ কাল গুটিয়ে যায় ২৩০ রানে। পরে বিনা উইকেটে ১৪৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান।